রাজ্য

রাজ্যের বিদ্যালয়ের গ্রীষ্মের ছুটি শেষ হচ্ছে?জুনের মাঝামাঝি খুলছে !!!


চিন্তন নিউজ ডেস্কঃ২৮শে মে ,২০১৯:- অবশেষে রাজ্যের স্কুল গুলিতে গরমের ছুটির মেয়াদ কমছে।
শোনা যাচ্ছে জুন মাসের মাঝামাঝি রাজ্যের বিদ্যালয় গুলি খুলে যাবে। সঠিক দিন এখনো জানা যায় নি।
প্রসঙ্গত গত ৩রা মে লোকসভা নির্বাচন ও ফণী ধেয়ে আসার কারণ দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ দু’মাসের গ্রীষ্মের ছুটি ঘোষণা করেন রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলে। এতদিন ছুটিতে শিক্ষকশিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকদের মধ্যে ভীষণ অসন্তোষ দেখা গেছে। প্রত্যেকের মনে আশঙ্কা পঠনপাঠনের সমূহ ক্ষতি ।
বিভিন্ন জায়গায় ছুটির বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছে। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্য শিক্ষক -শিক্ষিকাগণ অনেক জায়গায় এই দীর্ঘ ছুটির বিরোধিতা করে আন্দোলন করেন। বিশিষ্ট মহল মনে করছেন এই বিক্ষোভের ফলেই স্কুল গুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়াও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি মেসেজ পাঠান জনসাধারণের উদ্দেশ্যে।তিনি জানতে চান শিক্ষার হাল সম্মন্ধে। তার উত্তরে অসংখ্য বিদ্রোহী আওয়াজ শোনা গেছে। পঠনপাঠনের হাল অত্যন্ত খারাপ এবং এতদিন ছুটিতে অবশিষ্ট টুকুও চলে যাবে বলে অনেকে মন্তব্য করায় শিক্ষামন্ত্রী নড়েচড়ে বসেছেন। তিনি এও জানিয়েছেন খুব শীঘ্রই শিক্ষার হাল ফেরাতে ব্যবস্থা নেবেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।