রাজ্য

অদৃশ্য শত্রুর ছোঁয়ায় গৃহবন্দী অনাহার ক্লিষ্ট মানুষের পাশে এবিপিটিএ


মীরা ঘোষ:চিন্তন নিউজ:৪ঠা জুন:- অদৃশ্য শত্রুর ছোঁয়ায় গৃহবন্দী বিশ্ব মুক্তির লড়াইয়ে। বিভ্রান্ত কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক, ধরাশায়ী পশ্চিমবঙ্গের রাজ্যসরকার। সংক্রমণের রিপোর্ট আসার আগেই মৃত্যুর তালিকা দীর্ঘতর হচ্ছে। নবান্নদেবীর নিদান ভয়কে জয় করে ঘুম দাও মৌজ করে!

চারঘন্টার নোটিশে লকডাউন ঠাণ্ডা মাথায় হত্যা করা হ’ল পরিযায়ী ভাইদের, জেলায় জেলায় অনাহারে, ঋণের জালে আটকা পড়ে আত্মহত্যা শুরু হয়ে গেছে। এর শেষ কোথায় কেউ জানে না। রাজ্যে পরিস্থিতি ভয়ংকর। অপরিকল্পিত লকডাউনের পাশাপাশি কর্পোরেট স্বার্থে অর্থনীতি চালু করতে গিয়ে করোনাকে চ্যালেঞ্জ করার অপরিণামদর্শীতার ফল অচিরেই পাওয়া যাবে।

দুই সরকার ব্যস্ত ভাষণে, অন্যান্য বামপন্থী গণসংগঠনগুলোর পাশাপাশি পেশাভিত্তিক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন কলকাতা জেলার বিভিন্ন অংশে যুক্ত থেকেছে প্রান্তিক মানুষের দৈনন্দিন সমস্যার সঙ্গে। আজ জেলার বেহালা চক্রের পক্ষ থেকে এলাকার ১৫০ টি অসহায় পরিবারের হাতে আলু, পিঁয়াজ, তেল, ডিম, বিস্কুট, সোয়াবিন পৌঁছে দেয়া হয়। এর আগেও এই চক্র ওয়ার্ডের বয়স্ক ও দরিদ্র আরও ১৫০ টি পরিবারের কাছে পৌঁছে দিয়েছিল ১৩ টি প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর কিট।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।