জেলা রাজ্য

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন



শঙ্কর কুশারী: চিন্তন নিউজ: ৫ই জুন:-আজ ৫ই জুন, ২০২০ সকাল আটটার সময়ে পরিবেশ আকাদেমি, চন্দননগর ও সবুজের অভিযান, বড়বাজার, চন্দননগর এবং সহযোগী সংগঠনগুলির যৌথ উদ্যোগে সবুজের অভিযানের মাঠে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল সম্পূর্ণ আড়ম্বরহীন ভাবে ।

অনুষ্ঠানের শুরুতেই কেরালায় যে নিষ্ঠুর পদ্ধতিতে একটি অন্তঃসত্ত্বা হাতিকে মারা হয়েছে এবং প্রতিনিয়ত আমরা যেভাবে নির্বিচারে খেলাচ্ছলে বিনা প্রয়োজনে পশু পাখি কীট পতঙ্গের বিনাশ করে থাকি তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয় । পরিবেশ আকাদেমির সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায় তাঁর সংক্ষিপ্ত ভাষণে আগামী বছরের একটি সামগ্রিক কর্মসূচির রূপরেখা তুলে ধরেন ।

প্রথমতঃ আগামী গোটা বছরটি ধরেই চলতে থাকবে বৃক্ষরোপণ কর্মসূচি ।

দ্বিতীয়তঃ ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যে ভয়ংকর খাদ্যাভাব আসতে চলেছে তার পরিপ্রেক্ষিতে খাদ্য অপচয় না করার বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়া ।

তৃতীয়তঃ পরিবেশ মেলা করা হবে কেননা এই মেলা শুধুমাত্র সাধারণ একটি মেলাই নয় এই মেলা সবসময়েই একটি বার্তা বহন করে থাকে ।

চতুর্থতঃ শহরের ঐতিহ্যপূর্ণ সভাগৃহ নৃত্যগোপাল স্মৃতিমন্দিরের শতবর্ষ চলছে । এই বছরে সভাগৃহটির সংস্কার বিষয়ে উদ্যোগ নেয়া হবে ।

আজকের সভা থেকে সবুজ ইস্তাহারের জুন ২০২০ অনলাইন সংখ্যাটি প্রকাশিত হয় । বৃক্ষরোপণের মধ্য দিয়ে শেষ হয় আজকের সভার কাজ ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।