জেলা রাজ্য

বিজ্ঞাপন, হোর্ডিং, ব্যানারে উঁকিঝুঁকি মারছে অন্তরালে চলে যাওয়া কয়েকটা রঘু ডাকাত।


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:- কারা যেন বলেছিল বামপন্থীদের দেখতে দূরবীন লাগে আজ তাদের দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না। বিজ্ঞাপন, হোর্ডিং, ব্যানারে উঁকিঝুঁকি মারছে অন্তরালে চলে যাওয়া কয়েকটা রঘু ডাকাত। দিনে তিন কোটি টাকা খরচের হিসেব রাখা কি চারটিখানি কথা!

এলাকার মানুষের দাবি মেনে তাঁদেরই সহযোগিতায় চতুর্থ দিনে পা দিল নতুন আঙ্গিকে কমিউনিটি কিচেন জনতার রান্নাঘরে। সি পি আই (এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির অন্তর্গত বেতড় শাখার পরিচালনায় আজকের রান্নাঘরে উপস্থিত ছিলেন সিটু নেতা দীপক দাশগুপ্ত। আজকের অতিথি সংখ্যা অনধিক ১৫০০।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।