দেবু রায়:চিন্তন নিউজ:৮ই সেপ্টেম্বর,২০২০:- অর্ধশত রানের দিকে এগিয়ে চলেছে সিপিআই(এম) এর গড় ফার শ্রমজীবী রান্নাঘর: আজ সিপিআই(এম)এর পূর্ব যাদবপুর এরিয়া কমিটি র উদ্যোগে শ্রমজীবী রান্নাঘর ঘর পড়লো ৩৭ তম দিনে . আজকে মোট ৭৬০প্যাকেট খাবার বিতরন করা হয় চারটি বিতরন কেন্দ্রের মাধ্যমে ! আজকের মেনু ছিলো ভাত, আলু -ডালের বড়ার তরকারি, আর ডিমের ঝোল !আজকের এই ক্যান্টিনে উপস্থিত ছিলেন এআইডিডব্লিউএ র রাজ্য সম্পাদিকা কনিনীকা বোস (ঘোষ), ছিলেন জেলা সম্পাদিকা মোনালিসা সিনহা, এবং আঞ্চলিক নেত্রী বৃন্দ . আজকে শ্রদ্ধার সাথে স্মরন করা হয় সেই সমস্ত মহিলা দের যারা 60এর দশকে উত্তাল গণ সংগ্রাম, এবং তার পরবর্তী সময়ে শাসক শ্রেনীর তীব্র আক্রমণ কে প্রতিহত করতে গড়ফা -সন্তোষপুর – বিবেক নগর অঞ্চলে যে সমস্ত মহিলারা দাঁতে-দাঁত চেপে লড়াই করেছিলেন তাঁদের সকল কে !তাঁদের সেই বীরত্ব গাঁথা লড়াই কে, বর্তমান প্রজন্মর কাছে তুলে ধরেন এলাকার প্রবীন, বহু সংগ্রামের সৈনিক, কৃষক নেতা সঞ্জয় putotundu. বার বার তাঁদের নাম স্মরন করা যেমন আভা নাথ, কৃষ্ণা দাসগুপ্ত, প্রতিমা মুখুটি, প্রতিমা দাসগুপ্ত, হেমনলিনি সেনগুপ্ত প্রমুখদের !
আর ক’দিন বাদেই শুরু হচ্ছে টি-২০ খেলা, আমরাও বিভোর হয়ে থাকবো, কিন্তু শ্রমজীবী ক্যান্টিন টি-২০ খেলতে নামে নি, তারা নেমেছে লম্বা ইনিংস খেলতে! আর এই ইনিংস খেলতে এলাকার মানুষই অর্থ দিয়ে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন.!
অনেক মানুষ যেমন সুমিত দাসগুপ্ত, অভিজিৎ দাসগুপ্ত , সুজিত দাসগুপ্তরা যেমন বড়ো ধরনের সাহায্য করেছেন , তেমনি আরও অনেক সাধারন মানুষও তাঁদের সাধ্য মতো অর্থ সাহায্য রোজই করে চলেছেন. আমি কুর্নিশ জানাই সিপিআই(এম) কর্মীদের, ওদের দেখে কবির সেই কবিতার দুটো লাইন মনে পরে গেল , “আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে/রহিলো যারা পিছন পানে কাঁদবে তারা কাঁদবে !
অন্য দিকে আজ মুকুন্দপুরে ১০৯নম্বরওয়ার্ডে (k. M. C)যেটা পূর্ব যাদবপুর এরিয়া কমিটির অন্তর্গত. সেখানে এসএফআই/ডিওয়াইএফআই/এআইডিডব্লিউএ সব বামপন্থি গণসংগঠন গুলো যৌথভাবে “সাম্রাজ্য বাদী আগ্রাসন, এবং পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে এক কর্মসূচি গ্রহন করে ! সেখানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা নেত্রী কনোনিকা বোস, ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচাৰ্য, এআইডি ডব্লিউএ এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক মন্ডলীর নেত্রী অপর্ণা ব্যানার্জী, সভাপতির আসন গ্রহন করেন, ডিওয়াইএফআই এর পূর্ব যাদবপুর এরিয়া কমিটির সভাপতি ঐত্রী সান্যাল .