জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর



চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৮ জানুয়ারি, ২০২২ – ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন, বর্ধমান সদর ১ আঞ্চলিক কমিটির ১৫ তম সম্মেলন এবং স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ২৬ জানুয়ারি, ২০২২, প্রজাতন্ত্র দিবসে , “ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা” শীর্ষক প্রদর্শনীর সূচনা হল। উদ্বোধন করলেন প্রাক্তন যুব নেতৃত্ব এবং শিক্ষক অরিন্দম কোঙার।

২৭ জানুয়ারি আগামী ২৩-২৪ ফেব্রুয়ারি ১২দফা দাবিতে ৪৮ ঘন্টার সাধারণ ধর্মঘটকে সামনে রেখে বামপন্থী গণ সংগঠনগুলির পক্ষ থেকে জামালপুর দোলরডাঙা আমবাগানে কনভেনশন অনুষ্ঠিত হলো। এই সভায় সভাপতিত্ব করেন ভোলা পাল।বক্তব্যে সারা ভারত কৃষক সভা,পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সমর ঘোষ। সি.আই.টি.ইউ, পূর্ব বর্ধমান জেলার কমরেড সুকান্ত কোঙার। কনভেনশন শেষে মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার রাত ১০.৩০ টায় বর্ধমান শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সি পি আই (এম) বর্ধমান শহর ১ নং এরিয়া কমিটির অন্তর্গত লক্ষীপুর এলাকার পার্টি সদস্য পূর্ণ চন্দ্র দে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তিনি বামপন্থী আন্দোলনে যুক্ত হন। নদীয়া জেলায় ছাত্র সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে তিনি কল্যানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন। ছাত্র আন্দোলনের পর পূর্ণ দে যুব সংগঠনের যুক্ত হন। যুব জোনাল কমিটির সদস্য হন।এলাকায় পার্টি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শাখা সম্পাদকের দায়িত্ব পালন করেন। পার্টি লোকাল কমিটির সদস্য হন। তিনি হাই স্কুলে শিক্ষকতা করতেন। ২০১১ সালে যখন এরাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে তাঁর উপর আক্রমণ হয়।এরপরে তিনি স্মল ইঞ্জিনিয়ারিং ইউনিয়ন- এর জেলা কমিটির সদস্য হন। শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে শারীরিক অসুস্থতা সত্বেও নেতৃত্ব দিয়েছেন। রাতে হঠাৎ করেই অসুস্থ বোধ করতেই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছে যান পার্টি নেতা তাপস সরকার, এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। রাতেই তিনি মারা যান। সকালে প্রয়াত কমরেড পূর্ণ চন্দ্র দে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর পূর্বতন পার্টি ২ নং লোকাল কমিটি অফিস সুভাষপল্লীতে মরদেহ নিয়ে আসা হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে তাঁর মরদেহে পার্টির লাল পতাকায় আচ্ছাদিত করেন পার্টি নদীয়া জেলার সম্পাদক, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য সুমিত দে, রাজ্য কমিটির সদস্য অলকেশ দাস, পার্টি নেতা তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জি, নজরুল ইসলাম ও তরুন রায়। মাল্যদান করেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীর মুখার্জি, পার্টি জেলা কমিটির সদস্য সুপর্ণা ব্যানার্জী, দীপঙ্কর দে সহ এরিয়া কমিটির অন্যান্য সদস্যগন। শোক প্রকাশ করেছেন পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, পার্টি প্রাক্তন দুই জেলা সম্পাদক রাজ্য কমিটির সদস্য অমল হালদার, অচিন্ত্য মল্লিক, জেলা সম্পাদক সৈয়দ হোসেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।