চিন্তন নিউজ: নিজস্ব সংবাদদাতা:শিলিগুড়ি :- ১৪ই আগস্ট,২০২০:- ঘটনায় প্রকাশ দিনহাটা নিবাসী খাদিজা বিবি কিডনি জনিত সমস্যায় গত কয়েকদিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। সেখানে রোগীর জন্য প্রয়োজন হয় কয়েক ইউনিট রক্ত। অভিযোগ ব্লাড ব্যাংকে রক্ত নেই এই অজুহাতে রোগীর পরিবারকে গত কয়েকদিন থেকে ঘোরানো হচ্ছে এবং ক্যাম্পাসে ঘুরে বেড়ানো কিছু অবৈধ ব্যক্তি যারা মূলত আর্থিক লেনদেনের মাধ্যমে এখানে দুর্নীতির ঘুঘুর বাসা করে রেখেছেন তারা উক্ত পরিবারের কাছে রক্ত জোগাড় করে দেওয়ার পরিবর্তে কিছু পয়সা দাবী করেন। এই ঘটনা জানতে পেরে প্রথম থেকেই তদারকি করছিলেন ,শিলিগুড়ির চিন্তন সাংবাদিক তথা ‘মানবিক প্রয়াস’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার মিঠুন ভট্টাচার্য। তিনি এবং তার সহকর্মীরা বিষয়টি জানতে পেরে বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে প্রয়োজনীয় কয়েকটি ব্লাড ডোনার কার্ড ব্যবস্থা করে দেন , রোগির পরিবারের অভিযোগ ব্লাড ব্যাংক সংলগ্ন স্থান থেকে কেউ বা কারা সেই কার্ড ভ্যালুলেস এই দাবি করে নতুন ডোনার দিতে বলেন।
কিন্তু সুদুর দিনহাটা থেকে আগত সেই পরিবারের পক্ষে স্থানীয়ভাবে ডোনার জোগাড় করা সম্ভব নয়,এই বিষয়টি জানতে পারার পর শংকর মজুমদার , স্বরাজ , সৌমিক , পৌলোমী দের আন্তরিকতায় এবং মানবিক প্রয়াস এর সদস্য ভাস্বতী নায়ক , সন্দীপ সিদ্ধা সহ অন্যান্য সদস্যদের উপস্থিতি ও সহযোগিতায় রক্ত জোগাড় করে দেওয়া ও কিছু আর্থিক সাহায্য করার চেষ্টা চলছে। মানবিক প্রয়াস এর পক্ষ থেকে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো সহ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।