জেলা

মুর্শিদাবাদ জেলার টুকরো খবর,


চিন্তন নিউজ: ৯ই আগস্ট:- বুলবুল মন্ডলের রিপোর্ট:- আজ ‘কৃষি বাঁচাও ভারত বাঁচাও’ এই দাবিতে কৃষক সভার উদ্যোগে ইসলামপুরের গোয়াস বাজারে পথসভা হয়।

মিতা দত্ত জানাচ্ছেন, বহরমপুর বিজ্ঞান কেন্দ্রর উদ্যোগে বহরমপুরে ও গোরাবাজার বিজ্ঞান সভার উদ্যোগে বলরামপুর মাঠে গাছ লাগানো হয়।

দিব্যেন্দু ধর জানাচ্ছেন, এবিটিএ বহরমপুর শহর আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় করোনা সচেতনতা শিবিরে শহরের সৈদাবাদ এলাকার দুটি বস্তিতে ২০০টি পরিবারকে দুটি করে মাস্ক ও সংগঠনের জেলা কমিটির প্রচার পত্র প্রদান করা হয়।

কৌশিক রায়ের রিপোর্ট:- কান্দি বাস স্ট্যান্ডে বামপন্থী গণসংঠন গুলির ডাকে দাবি দিবস পালন করা হয় পথসভার মাধ্যমে।

অনুপম মিশ্রের রিপোর্ট- লালগোলার কালমেঘা ইউনিট কমিটির আয়োজনে ৫০ জন রক্তদাতা রক্ত দান করলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।