চিন্তন নিউজ:১৪ই নভেম্বর:- গড়িয়া থেকে দেবু রায় জানাচ্ছেন :- চিরায়ত প্রকাশনীর কর্নধার শিবব্রত গাঙ্গুলী দীর্ঘ ক্যানসার রোগ ভোগের পর আজকে সকালে ৯-৩০ মিনিটে গড়িয়া প্রণবানন্দ রোড কলি-৮৪ বাড়িতে না ফেরার দেশে চলে গেলেন । মনে প্রাণে বস্তুবাদী ও মার্ক্সবাদের প্রতারক ছিলেন। আধাফ্যাসিষ্ট সন্ত্রাসের কালে বালিগঞ্জের ত্রিকোণ পার্ক থেকে “লেখা রেখা” সাহিত্য পত্রিকা প্রকাশ করতেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৩বৎসর। শান্তিপুর ছিল তাঁর আদি নিবাস। জর্জ বিশ্বাস,জোচ্ছন দস্তিদার ছিলেন ওনার আপনজন।
ক্যানিং থেকে বিভাস সাহা জানাচ্ছেন:- ২৬ শে নভেম্বর সাধারন ধর্মঘটের সমর্থনে ক্যানিং সিপিআই(এম) এরিয়া কমিটির পক্ষ থেকে বাঁশড়া অঞ্চলের ঘুটিয়ারীশরিফ নবপল্লিতে দেওয়াল লেখা কর্মসূচী সংগঠিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় পার্টি কর্মী ও সমর্থক। নিজেদের সৃজনশীলতায় এলাকার বিভিন্ন দেয়াল ধর্মঘটের সর্মথনে ফুটিয়ে তোলেন ।