জেলা রাজ্য

এস‌এফ‌আই এর সুদীপ্ত-সৈফুদ্দিন কিটস বিতরণ



কৌশিক রায়: চিন্তন নিউজ:২৮শে জুন:- মুর্শিদাবাদ জেলার সালারে এস‌এফ‌আই এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য উপহার দেওয়া হ’ল সুদীপ্ত-সৈফুদ্দিন কিটস। এই কিটস এ ছাত্র ছাত্রীদের ব‌‌‌ই, খাতা, পেন, পেনসিল, মাস্ক ও গাছের চারা দেওয়া হয়।

মুর্শিদাবাদ জেলা জুড়েই এস‌এফ‌আই- ডিওয়াইএফ‌আই এর উদ্যোগে এই কর্মসূচি করা হচ্ছে। সালারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস‌এফ‌আই জেলা সম্পাদক শাহ নওয়াজ ইসলাম, জেলা সভাপতি জোসেফ হোসেন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রীতম রুজ, জেলা কমিটি সদস্য কৌশিক রায়, জেলা কমিটির সদস্য তথা সালার লোকাল কমিটি এর সম্পাদক কাজী আজাহার‌উজ্জামান , ও সালার লোকাল এর সমস্ত নেতৃত্ব বৃন্দ।এছাড়াও ছিলেন ডিওয়াইএফ‌আই নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।