জেলা

হুগলি বার্তাঃ–


চিন্তন নিউজঃ- পার্থ চ্যাটার্জীঃ- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্শ সমিতি চন্দননগর মহকুমা কমিটির পক্ষ থেকে ডায়াবেটিস যোগা এবং ডায়েট সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। মূল আলোচক ছিলেন ডঃ দেবপ্রিয় বক্সি। যোগা সম্পর্কে আলোচনা করেন ডঃ ধূবব্রত ব্যানার্জি এবং ডায়েট সম্পর্কে আলোচনা করছেন ডায়াটিশিয়ন দেবীকা ঘোষ দাস, অরুন্ধতী সরকার অঙ্কিতা সাধু খাঁ এবং মৌসুমী সিনহা। অনেক পেনশনার্শ এবং পারিবারিক পেনশনার্শ এই সভায় উপস্থিত ছিলেন। ডঃ বক্সিকে সম্মানিত করেন মহকুমা সম্পাদক রতিকান্ত রায়। সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পার্থ চ্যাটার্জী। ‌

ইন্দ্রানী শীলঃ-এবিটিএ র বলাগড় আঞ্চলিক শাখার ১০ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন এবিটিএ র সদর মহকুমা র সভাপতি সুদীপ তরফদার মহাশয়। ‌

চৈতালি নন্দীঃ-১০/৯ ও ১১/৯ বিরাটি , উত্তর চব্বিশ পরগনা তে সি ডব্লি এফ ইউ রাজ্য কনফারেন্স অনুষ্ঠিত হয়।৫৫০ জন প্রতিনিধি পশ্চিমবঙ্গের সব জেলা থেকে উপস্থিত ছিলেন। সন্মেলন থেকে কমরেড দেবাঞ্জন চক্রবর্তী কে প্রেসিডেন্ট ও কমরেড প্রনব মজুমদার কে সেক্রেটারি নির্বাচিত করা হয়। নির্মাণ কর্মীদের সমস্যা নিয়ে রাজ্যব্যপী আন্দোলন এর সিদ্ধান্ত গৃহীত হয়। হুগলী জেলার বাঁশবেড়িয়ার কমরেড সুব্রত দাশগুপ্ত সহ ১০৩ জনের নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে সর্বসম্মতিক্রমে।

সুপর্না রায়ঃ-সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ২৬ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো হুগলী চুঁচুড়া পৌরসভা হলে ‘গণতন্ত্র , সমানাধিকার , নারীমুক্তি’– সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হুগলী জেলা ২৬তম সম্মেলন থেকে নবনির্বাচিত সম্পাদিকা কমরেড শিবানী দাসগুপ্ত, সভানেত্রী কমরেড অর্চনা মণ্ডল, কোষাধ্যক্ষ কমরেড সুজাতা বিশ্বাস এবং সংগঠনের মুখপত্র একসাথে পত্রিকার ইনচার্জ কমরেড রেখা গৌতম সহ ৬১ জনকে নিয়ে গঠিত নতুন জেলা কমিটির সকল সদস্যাকে জানাই সংগ্রামী অভিনন্দন। উক্ত সন্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ বোস ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।