রাজ্য

নেতাজি ইনডোরের মঞ্চ থেকেই জলপাইগুড়ির রানীনগরে বাম আমলে তৈরি হওয়া কোকা কোলার একটি কারখানা উদ্বোধন করেন মমতা


দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি: চিন্তন নিউজ: ১৩/০৯/২০২২:– সোমবার জলপাইগুড়ির রানিনগরে কোকা কোলার একটি কারখানা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই কারখানার জন্য ৬৬০ কোটি টাকা বিনিয়োগ করেছে হিন্দুস্থান কোকা কোলা বেভারেজেস। কিন্তু মুখ্যমন্ত্রী পরে এক সময়ে ওই কারখানার কথা বলতে গিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গি তে বলেন যে জলপাইগুড়িতে টাটা বিনিয়োগ করেছে।

আসলে তিনি বোঝানোর চেষ্টা করেন যে টাটার সঙ্গে নবান্নের সম্পর্কের বরফ গলছে। সিঙ্গুরের তিক্ততা মিটিয়ে বাংলায় আবার বিনিয়োগ করছেন রতন টাটারা। যা কিনা পুরোটাই মিথ্যা। উল্লেখযোগ্য হল, যে বিনিয়োগের কথা মুখ্যমন্ত্রী বলেছেন, তা দিয়ে কারখানার নির্মাণ হয়ে গেছে। জলপাইগুড়ির রানিনগরে টাটার কোনও কারখানাই গড়ে ওঠেনি। জলপাইগুড়ি রানীনগর শিল্পাঞ্চলে ঋজু হয়ে দাঁড়িয়ে রয়েছে বাম আমলে তৈরি হওয়া কোকা কোলার কারখানা।

এদিন সন্ধেয় এ ব্যাপারে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “না না টাটার কথা মুখ্যমন্ত্রী বলতে চাননি। এদিন নেতাজি ইনডোরের মঞ্চ থেকেই জলপাইগুড়ির রানিনগরে কোকোকোলার একটি কারখানা উদ্বোধন করেন মমতা। সেখানে তিনি কত মানুষের কর্ম সংস্থান হতে পারে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে আবার একটা কাল্পনিক চিত্র উপস্থিত করেন ।

বাংলায় শিল্পের বন্ধ্যাদশা নিয়ে যখন তৃণমূলের বিরুদ্ধে বামফ্রন্টের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হচ্ছে , বা মালিকরা তৈরি কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তৃণমূলের অত্যাচারে, কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযান করছে বামপন্থী ছাত্রযুবরা, তখন এদিন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থানের অবাস্তব পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী, যার সাথে বাস্তবের কোনো মিল নেই।

.


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।