সংবাদ দাতা দেবু রায়ের প্রতিবেদন :মানুষের প্রতিরোধ হলেই দুর্বৃত্ত যতই শক্তিশালী হোক না কেন পিছু হাঁটতে তাকে হবেই .হ্যাঁ এটাই প্রমান করলো সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত বেলতলা এক নং শাখা , ওখানে প্রায় চল্লিশ বছরের পুরানো একটা শাখা অফিস ছিলো. গত ২৩/০৯ তে তৃণমূলের ভৈরব বাহিনী ঐ পার্টি অফিসদখল করে তাঁদের ঝান্ডা লাগিয়ে দেয় !এই খবর পাওয়া মাত্র সিপিআইএম এর নেতৃত্বর পক্ষ থেকে কমল গাঙ্গুলি, চয়ন দাস, প্রবীর দাস এক নং এবং দু নং শাখার পার্টির কর্মী রা ছুটে যান তৎক্ষণাৎ ঐ অঞ্চলে , পার্টির কর্মীদের প্রতিরোধের ধরণ দেখে অঞ্চলের অনেক সাধারন মানুষ ও বেরিয়ে এসে প্রতিবাদ করতে থাকেন , একপ্রকার প্রশাসনকে বাধ্য করে এই কাজের বিরুদ্ধে অ্যাকশন নিতে, এবং পরিশেষে পার্টি অফিস আবার দখল মুক্ত হয় আর ভৈরব বাহিনী পালতে বাধ্য হয় .
অপর দিকে আগামী ২৭/০৯ তে সারা ভারত বন্ধ উপলক্ষে আজকে পূর্ব যাদবপুর এরিয়া কমিটির ডাকে এক. মিছিলের আয়োজন করা হয়. মিছিল শুরু হয় এরিয়া কমিটির অফিস থেকে বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে মিছিল পার্টি অফিসে শেষ হয় .
অন্য এক সংবাদ দাতা বিভাস সাহা ক্যানিং থেকে জানাচ্ছেন যে গত ২৩/০৯ তারিখে ক্যানিং এরিয়া কমিটির অন্তগত রায় বাঘিনী শাখার সম্মেলন হয় , এইসম্মেলনে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির কিছু নেতৃবৃন্দ তাঁদের মধ্যে তাপস অধিকারী , সুবল দাস তাপস মাইতি. এছাড়া উপস্থিত ছিলেন শাখার সমস্ত সদস্য ও সদস্যা রা .