জেলা

কলকাতার টুকিটাকি


কাকলি চ্যাটার্জি-চিন্তন নিউজ- ১৮ই নভেম্বর:- –সিপিআই(এম) রাসবিহারী ১ এরিয়া কমিটির আহ্বানে ২৬ নভেম্বর ভারতব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে গড়িয়াহাট মোড়ে এক জনসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন রাজ্যসভার সা‌ংসদ মাননীয় বিকাশরঞ্জন ভট্টাচার্য্য, কলকাতা জেলার পার্টির সম্পাদক কল্লোল মজুমদার, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গৌতম গাঙ্গুলী প্রমুখ নেতৃত্ব।

সিপিআই(এম) বেলগাছিয়া ১ এরিয়া কমিটির অন্তর্ভুক্ত বামপন্থী গণসংগঠনগুলোর ডাকে ২৬ শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘট সফল করার জন্য এক পথসভা অনুষ্ঠিত হয় বেলগাছিয়া মোড়ে।

সিপিআই(এম) কাশীপুর-টালা-চীৎপুর এরিয়া কমিটির অন্তর্গত সিটু, এইডওয়া, এসএফআই, ডিওয়াইএফআই, পিবিইউএস এর আহ্বানে ৫ নং ওয়ার্ডে এক পথসভা আয়োজিত হয় ২৬ শে নভেম্বরের ধর্মঘটের সমর্থনে। বক্তব্য রাখেন শতরূপ ঘোষ, পৌলমী মজুমদার, সাথী ভট্টাচার্য, কৌসর আলি প্রমুখ। সভাপতিত্ব করেন প্রতীপ দাশগুপ্ত।

২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ সিপিআই(এম) রাসবিহারী-২ এরিয়া কমিটির ডাকে বামপন্থী গণসংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণে মন্ডল টেম্পল ও চেতলা রোডের সংযোগস্থলে এক জনসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সোমনাথ ঝা, মধুজা সেনরায় প্রমুখ।

৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডের বামপন্থী ছাত্র-যুব-মহিলা-বস্তি-শ্রমিক সংগঠনগুলোর আহ্বানে পাটোয়ারবাগানে এক গণকনভেনশন অনুষ্টিত হয়। বক্তব্য রাখেন জাভেদ আনোয়ার, নিখিল মাইতি, শিবেন্দু ঘোষ, আরশাদ আলি প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।