মীরা দাস:চিন্তন নিউজ:২৮শে জুন:–এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে অনন্ত নাগ জেলায়।দক্ষিন কাশ্মীরের অনন্তনাগ জেলায় বিজবেহারার সিরহামা গ্রামের বাগান থেকে দেহ উদ্ধার হয়েছে ,নিহত জঙ্গার নাম আদিল রহমান দাস ,জঙ্গিটি ওয়াগহামা গ্রামের বাসিন্দা ছিল বলে জানা গেছে ,যখম অবস্থায় আর ও ২ জন জঙ্গীকে গ্রেফতার করা হয়েছে ।
বুধবার গভীর রাত থেকে দফায় দফায় গুলি বর্ষণের আওয়াজ শোনা যায়, সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে ।
ঐ এলাকায় সেনা অভিযানের ও খবর পাওয়া যাচ্ছে ,কিন্তু সরকারি ভাবে সেই রকম খবর প্রচার হয় নি ।