রাজ্য

রিজার্ভ বেঞ্চ কোথায়?রোগী কে দেখবেন?


সুপ্রিয়া মাজি: চিন্তন নিউজ:২৭শে এপ্রিল:–
নিয়ম অনুযায়ী প্রতি হাজার জনসংখ্যায় যতজন চিকিৎসক,নার্স থাকা উচিৎ সাধারণ সময়েই তা কম থাকে। করোনা-পরিস্থিতিতে’
এক্সপোজড হওয়ার জন্য ধারাবাহিকভাবে চিকিৎসক ও নার্সের একাংশকে কোয়রান্টিনে যেতে হচ্ছে।
একই ভাবে বন্ধ হয়ে যাচ্ছে এক একটা হাসপাতাল বা হাসপাতালের বিভিন্ন বিভাগ। চিন্তার ছাপ ফেলেছে স্বাস্থ্য বিভাগের একাংশ,ডাক্তার ও নার্সের মধ্যে।সমস‍্যা তৈরি হচ্ছে নন কোভিড রোগীদের হাসপাতালে শয‍্যা পাওয়া নিয়ে। লকডাউনে যদি এই হয়, লক ডাউন উঠে গেলে হাসপাতালে আউটডোর ও অন‍্য বিভাগের কি পরিস্থিতি দাঁড়াবে সে নিয়ে সকলেই আতঙ্কিত। তবে স্বাস্থ্য কর্তারা কেউ এনিয়ে মুখ খুলতে নারাজ। সাধারণ মানুষ উদ্বিগ্ন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।