রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৫ই এপ্রিল:-রামপুরহাটের ২০০ জন গর্ভবতী দুঃস্থ মহিলা ও শিশুদের দুধের প্যাকেট, ডিম, সোয়াবিন বড়ির প্যাকেট ও অন্যান্য পুষ্টিকর দ্রব্য বিতরণ করলো ডি ওয়াই এফ আই। আজ রামপুরহাট নিশ্চিন্তপুর ভাগার পাড়া ও আদিবাসী পাড়ায় দুটি অস্থায়ী ক্যাম্প থেকে দ্রব্য গুলি বিতরণ করা হয়। লক ডাউন চলার কারনে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কোন কাজ নেই, নেই অর্থ উপার্জনের কোন পথ। এই মানুষগুলোর চোখেমুখে চিন্তার ছবি ফুটে উঠছে। এই পরিবারগুলোর গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজন। সাহায্যের হাত বাড়িয়ে দিল ডি ওয়াই এফ আই। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং, আফতাব হোসেন, সুশান্ত মন্ডল, রাহুল চ্যাটার্জী, অসীম মাহারা, মুন্নি খাতুন, রুবি খাতুন, প্রিয়া মল্লিক। ডি ওয়াই এফ আই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং জানান বীরভূম জেলা জুড়ে ডি ওয়াই এফ আই দুস্থ মানুষের জন্য সর্বশক্তি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে আছে ডি ওয়াই এফ আই।
Related Articles
সরকারি অর্থ অপচয় করে, বর্তমানে রাজ্যের রাস্তায় ভলভো বাস চালাতে অক্ষম সরকার
চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৫ ই জানুয়ারি২০২১:– – এই রাজ্যে মাস ছয়েক আগেও দূরপাল্লার এসি ভলভো বাস ছুটতে দেখা যেতো অহরহ, এখন কচিৎ তাদের দেখা মেলে। বছর পাঁচেক আগে থেকে পরিবহন দপ্তর এসি ভলভো বাস নামানো শুরু করেছিল। নেমেছিলো প্রায় শ’খানেক ভলভো। এর মধ্যে কলকাতাতেই সিএসটিসির ৬৩ টা বাস নামানো হয়েছিলো। সেগুলি আপাতত ডিপোতেই বিশ্রামে […]
রামপুরহাট ডি ওয়াই এফ আই এর প্রতিশ্রুতি লকডাউন চলাকালীন আটকে পড়া পরিযায়ী শ্রমিকদেরখাদ্যের ব্যবস্থা করবে
রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:১৯শে এপ্রিল:-লকডাউনে ৫৫ জন পরিযায়ী শ্রমিক গৃহবন্দি রামপুরহাটের জয়কৃষ্ণপুর গ্রামে। এদের সকলের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার জেলায়। এরা রামপুরহাটের একটি বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক। ২৯ মার্চ থেকে এই ৫৫ জন শ্রমিকের খাদ্যসংস্থানের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল ডি ওয়াই এফ আইয়ের রামপুরহাটের কর্মীরা। যতদিন লকডাউন চলবে খাদ্যের ব্যবস্থা […]
পান্না রাজার দেশে – রঘুনাথ ভট্টাচার্য
আমরা এতদিন জানতাম, সরকারী কর্মী হবেন সৎ, পরিশ্রমী, জনদরদী, ইত্যাদি। তাহলে প্রশংসা পাওয়া যায়। ঐ পুরস্কারটুকুই তাঁকে নিজের দায়িত্বে তন্নিষ্ঠা করে তোলে। তাহলে আখেরে লাভ তো জনসাধারনের। কিন্তু ইদানিং কিছু উল্টাপূরাণ ঘটতে দেখা যাচ্ছে। এখন তো কিছু একটা প্রশ্ন উঠলেই পেছন দিকে আঙ্গুল তুলে বাচার চেষ্টা একটা ফ্যাশন। যেন আগে যদি খুন হয়ে থাকে তবে […]