রাজ্য

গর্ভবতী দুঃস্থ মহিলা ও শিশুদের পুষ্টিকর দ্রব্য বিতরণ করলো ডি ওয়াই এফ আই।


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৫ই এপ্রিল:-রামপুরহাটের ২০০ জন গর্ভবতী দুঃস্থ মহিলা ও শিশুদের দুধের প্যাকেট, ডিম, সোয়াবিন বড়ির প্যাকেট ও অন্যান্য পুষ্টিকর দ্রব্য বিতরণ করলো ডি ওয়াই এফ আই। আজ রামপুরহাট নিশ্চিন্তপুর ভাগার পাড়া ও আদিবাসী পাড়ায় দুটি অস্থায়ী ক্যাম্প থেকে দ্রব্য গুলি বিতরণ করা হয়। লক ডাউন চলার কারনে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কোন কাজ নেই, নেই অর্থ উপার্জনের কোন পথ। এই মানুষগুলোর চোখেমুখে চিন্তার ছবি ফুটে উঠছে। এই পরিবারগুলোর গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজন। সাহায্যের হাত বাড়িয়ে দিল ডি ওয়াই এফ আই। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং, আফতাব হোসেন, সুশান্ত মন্ডল, রাহুল চ্যাটার্জী, অসীম মাহারা, মুন্নি খাতুন, রুবি খাতুন, প্রিয়া মল্লিক। ডি ওয়াই এফ আই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং জানান বীরভূম জেলা জুড়ে ডি ওয়াই এফ আই দুস্থ মানুষের জন্য সর্বশক্তি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে আছে ডি ওয়াই এফ আই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।