কাকলি চ্যাটার্জী: চিন্তন নিউজ:২৯শে সেপ্টেম্বর:- প্রশাসনের শিক্ষা ও শিক্ষক বিরোধী মনোভাব অব্যাহত! মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন ছিল পূর্ব ঘোষিত, তাঁদের কাছে ছিল না কোনো অস্ত্রশস্ত্র ! মোদির মত যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অধিকার আজ অপহরণ করা হয়েছে বাংলায়। গান্ধীমূর্তির কাছে মাদ্রাসা শিক্ষকদের জমায়েতের শুরুতেই শুরু হয় পুলিশের অমানবিক লাঠিচার্জ, গ্ৰেপ্তার হতে হয় সমাজ গড়ার কারিগর শিক্ষকদের! ১৫০ জন শিক্ষককে গ্ৰেপ্তার করেছে প্রশাসনের চামচা পুলিশ, ২ জন গুরুতরভাবে আহত হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি।
সুদীর্ঘ ৯ বছর ২৩৫ টি মাদ্রাসার প্রায় ৪০ হাজার ছাত্রছাত্রী বঞ্চিত মিড ডে মিল থেকে! ৯ বছর কোনো বেতন মেলেনি শিক্ষক-শিক্ষিকাদের!
কোথায় গেল মুখ্যমন্ত্রীর ১০০০০ মাদ্রাসা অনুমোদনের প্রতিশ্রুতি!
অধিকার কেউ দেয় না, অধিকার আদায়ের জন্য আরও জোরালো হবে আগামী দিনের লড়াইয়ের ধার।
মাদ্রাসা শিক্ষকদের জমায়েতে বিনা প্ররোচনায় পুলিশের অমানবিক লাঠিচার্জ আহত দুই শিক্ষক