জেলা

রক্তের ঘাটতি মেটাতে এস‌এফ‌আই এর রক্তদান


সৌভিক ব্যানার্জী: চিন্তন নিউজ:২৭শে এপ্রিল:– এই মূহুর্তে করোনার ফলে দেশ জুড়ে লকডাউন চলছে। যার ফলে সাধারণ মানুষের নানাবিধ অসুবিধা হচ্ছে, তার মধ্যে অন্যতম রক্তের ঘাটতির সমস্যা। রক্ত কৃত্রিম ভাবে তৈরি হয় না তাই রক্তদান শিবিরের উপরই ভরসা করতে হয় ব্লাডব্যাংকে।

লকডাউনের ফলে বেশিরভাগ রক্তদান শিবির বন্ধ হয়ে যাওয়ায় রক্তের ঘাটতি দেখা দিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে পথ দেখাচ্ছে এস এফ আই। তারা রাজ্য জুড়ে সর্বত্রই রক্তদান করছে।

অাজ মেদিনীপুরের শহরের অসুস্থ কনক বেরাকে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়েছেন এস এফ আই পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রসেনজিৎ মুদি। এবং ঘাটাল ব্লাড ব্যাংকে গিয়ে দাসপুর 1 নং ব্লকের কাঁকদাড়ির বাসিন্দা অসুস্থ আশালতা সামন্তকে রক্ত দিলেন এস‌এফ‌আই সোনাখালী লোকাল কমিটির সম্পাদক ও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সহ সম্পাদক কমরেড শুভঙ্কর ব্যানার্জী ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।