সুপর্ণা রায়:চিন্তন নিউজ: ২৮শে জুলাই:- হুগলি থেকে খুড়িগাছি মনসাতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা।। জমে থাকে জলকাদা।। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে রাস্তার হাল ফেরাতে প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেনি। খুড়িগাছি মৌজার এক চাষি ভাই জানিয়েছেন যে বেআইনি ভাবে রাস্তার ধার থেকে মাটি কাটে বেশ কয়েক বছর ধরে।। এমনকি দুষ্কৃতিরা রাস্তার মোরাম এর নীচে থেকে ইঁটের সোলিঙ পর্যন্ত খুলে নিয়ে গেছে।। বহুবার স্থানীয় প্রশাসনকে জানানো স্বত্বেও কোন লাভ হয়নি।।
হুগলি জেলার আনলক পর্বে করোনা সংক্রমণ দিন কে দিন বেড়েই চলেছে বলে জানিয়েছেন সংবাদ সংগ্রাহক সুপর্না রায়।। এর অন্যতম কারণ যেই নিয়ম শীথিল হয়েছে অমনি একশ্রেণীর লোক যেখানে সেখানে বসে আড্ডা দিচ্ছে।। যত্রতত্র থুথু ফেলতে মাস্ক না পড়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। যানবাহন এর অপ্রতুলতার জন্য অফিসযাত্রীরা ইচ্ছে থাকলেও দূরত্ব বিধি মেনে চলতে পারছেন না।। অনেক মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবার গুলো বিনামূল্যে যে রেশন পাওয়া যায় সেগুলোই দোকান থেকে তুলে বেশী দামে বিক্রি করে দিচ্ছে।। জেলার অনেক জায়গা থেকে এমন কালোবাজারির সংবাদ পাওয়া গেছে।। রাজ্যের সাথে জেলার স্বাস্থ্য পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে।। মানুষ কোনপ্রকার চিকিৎসা পাচ্ছেন না।। বলতে গেলে বিনা চিকিৎসায় বহু মানুষ মারা যাচ্ছেন।। বেশী টেস্টের কথা বলা হলেও আদপেও তা হচ্ছে না।। প্রশাসনের হেলদোল না থাকায় কিছু মানুষ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন।।