জেলা

পশ্চিম বর্ধমান জেলা নিউজ


চিন্তন নিউজ:২রা অক্টোবর:- সংবাদদাতা:-মধুমিতা রায়:- গতকাল আসানসোলে লেনিন মূর্তির পাদদেশে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আসানসোলের তিনটি এরিয়া কমিটি পথে নামে সারা দেশ জুড়ে মনীষা বাল্মীকি র মতো মেয়েদের উপর একের পর এক ঘটে চলা ধর্ষনের প্রতিবাদে। তিনটি এরিয়া কমিটি থেকেই মহিলাদের জমায়েত ছিল চোখে পড়ার মতোই। ছিল পথচলতি উৎসুক মানুষের ভীড় ও। বক্তব্য রাখেন কমরেড তনুশ্রী রায়, ঝুমা চক্রবর্তী, শুক্লা গুহ ও নেত্রী মৈত্রেয়ী দাস।

সংবাদদাতা:- জয়া দত্ত রায়, উত্তর প্রদেশে যোগীর রাজ্যে ১৯বছরের তরুণীকে জীব কেটে, ধর্ষণ করে পুড়িয়ে মারা হলো, তারই প্রতিবাদে দ্রুত শাস্তির দাবিতে আজকে, পশ্চিম বর্ধমান জেলা, ইস্ট এবং ওয়েস্ট এর যৌথ উদ্দ্যোগে বোগড়া চটিতে গতকাল মিছিল করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।