জেলা

আজকের হুগলি জেলার সংবাদ—


চিন্তন নিউজ:১৮ই ডিসেম্বর:- সোমনাথ ঘোষ–শ্রীরামপুর:-তৃণমূল ও বিজেপি শুধুই মিডিয়ায়, আমরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে। চন্ডীতলা ১ ব্লক এলাকায় শিয়াখালা নোলোরধারে কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের সভ্য সংগ্রহ কর্মসূচি চলছে। বর্গা কৃষক ও ক্ষেতমজুর অধ্যুষিত গরীব এলাকার বিশ্বনাথ দাস, প্রল্হাদ দাস, ময়না দাসরা বলছেন যা চলছে তাতে লাল ঝান্ডা ছাড়া আমরা বাঁচতে পারবো না।
দিল্লীতে কৃষক দের লড়াই এর খবর শুনে বললেন বিজেপি, তৃণমূল বড় লোকেদের পার্টি।
আমরা বুঝতে পারছি এই লাল ঝান্ডাটা গরীব মানুষের জন্য লড়াই করে।আবার লাল ঝান্ডার পার্টিকেই ফিরিয়ে আনতে হবে।উপস্থিত ছিলেন কমরেড সোমনাথ ঘোষ, কমরেড তপন ব্যানার্জিসহ অন্যান্যরা

অরিত্র শীল :- চুঁচুড়া:-হুগলি চুঁচুড়া বইমেলায় হয়েছে সেলফি জোন আর তাই নিয়ে প্রতিযোগিতা , মাতোয়ারা নেট প্রজন্ম। আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে হবে না হলে মেলামুখো করা যাবে না নতুন প্রজন্মকে। তাই এই উদ্যোগ। তাই এবারের হুগলী চুঁচুড়া বইমেলার নতুন সংযোজন ” সেলফি জোন”। নেট দুনিয়ায় সেলফি তোলার কদর এখন সবচাইতে বেশি। সেলফিতে মজে আট থেকে আশি। এই কথা মাথায় রেখে উদ্যোক্তা রা জুড়ে দিয়েছেন প্রতিযোগিতা ও তার সাথে প্রাইজ।।যার সেলফিতে যতবেশি লাইক পড়বে সেই পেয়ে যাবে বইমেলা কমিটির পুরষ্কার। অবশ্য এখন দেখা যাচ্ছে পুরষ্কার নিয়ে তেমন মাথাব্যথা নেই দর্শকদের যতনা সেলফি তোলাতে।। বয়স্ক রাও মেতেছেন এই সেলফি তোলাতে। বইমেলা এখন মিলনমেলা। আর এটাই চেয়েছিলেন উদ্যোক্তারা। ব ই মেলা কমিটির যুগ্ম সম্পাদক গোপাল চাকী জানিয়েছেন বই মেলার বই কেনাকাটা করাটাই প্রধান কাজ কিন্তু নেট প্রজন্ম চায় নতুন কিছু।। আর সেই কারনেই সেলফি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করার আয়োজন।। গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেলা। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন থেকেই প্রচন্ড ভীড় আর তার সাথে সেলফি তোলার হিড়িক।। চুঁচুড়ার এক বাসিন্দা জানালেন মেলায় এসে প্রচুর বই কিনেছেন আর তার সাথে সেলফি তুলে পোষ্ট করেছেন প্রচুর। আরও জানান সেলফি তো যখন তখন তোলাই যায় কিন্তু বইমেলাতে এসে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা একটা অন্য মজা এনে দেয়। উদ্যোক্তা দের সবচাইতে ভালো লেগেছে বয়স্কদের প্রতিযোগিতায় অংশ নিতে দেখে। এবারের মেলা কোভিড পরিস্থিতিতে। তাই নতুন কিছু ভাবতে হয়েছিল উদ্যোক্তাদের। মেলায় সেলফি জোন এ সেলফি তুলে সেটা ফেসবুক ডিপিতে দিতে হবে। এবার যার ডিপি তে সবচাইতে বেশি লাইক পড়বে সে পুরষ্কার পাবে।। এভাবে তিন জন কে পুরষ্কার প্রদান করা হবে।।তবে এখন দেখা যাচ্ছে পুরষ্কার পাওয়ার চেয়ে সেলফি তোলাটাই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তা ছোট থেকে বয়স্ক সবার ক্ষেত্রে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।