চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৯ ই জুলাই,২০২১ – আজ পেট্রোল, ডিজেল, কেরোসিন, রাসায়নিক সার, বীজ, কীটনাশক ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জরিত দেবাঞ্জন দেব সহ অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তার ও কঠিন কঠোর শাস্তির দাবিতে, সরকারি ভাবে বিনামূল্যে প্রত্যেককে ভ্যাকসিন দেওয়ার দাবিতে আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী ) গুসকরা পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত এড়াল অঞ্চলের অভিরামপুর বাজারে বৈকালে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা হয় । বক্তব্য রাখেন কমরেড সুরেন হেমব্রম, সুশান্ত ঘোষ, অনুনয় মন্ডল ।
কাটোয়া আবাসন অঞ্চলে বর্তমান পরিস্থিতি ও করোনা মোকাবিলার সচেতনতার প্রচার কর্য চলছে।