জেলা

হুগলি জেলার সংবাদঃ-


চিন্তন নিউজঃ-২৩শে নভেম্বর:- জয়দেব ঘোষঃ-সি পি আই এম কোন্নগর এরিয়া কমিটির উদ‍্যোগে জনগণতান্ত্রিক বিপ্লবের অমর শহীদ, সরকারি কর্মচারী আন্দোলনের অন‍্যতম নেতা কমরেড নির্মল ব‍্যানার্জীর ৪৭তম স্মরণ সভা পালন করা হয়। কানাইপুর বারোয়ারিতলা বাজারে শহীদদের শহীদ বেদীতে মাল‍্যদানের মধ‍্য দিয়ে স্মরণসভার কাজ শুরু হয়।তারপর শহীদের স্মৃতি নামাঙ্কিত শহীদ নির্মল ব‍্যানার্জী স্মৃতি পাঠাগারে স্মরণসভা অনুষ্ঠিত হয়।স্মরণসভায় বক্তব্য রাখেন সি পি আই এম হুগলী জেলা কমিটির সম্পাদকমন্ডলীর অন‍্যতম সদস্য কমরেড তীর্থঙ্কর রায় ও কমরেড জ‍্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়। সভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড অভিজিৎ চক্রবর্তী।

দেবারতি বাসুলীঃ-উদ্বোধন হল বহু আকাঙ্খিত হরিপাল শ্রমজীবী র পথচলা। সকলের সহযোগিতা ও উপস্থিতি প্রাণচঞ্চল করে তুলবে প্রতিষ্ঠানকে। ২৮ তারিখ থেকে প্রতিদিন আউটডোর চালু থাকছে।

কৃষক আন্দোলনের চাপে সর্বনাশা কৃষি আইন বাতিল করতে বাধ্য হলো মোদী সরকার। কৃষক আন্দোলনের এই ঐতিহাসিক সাফল্যকে অভিনন্দন জানিয়ে রবিবার সন্ধ্যায় ভদ্রকালীতে সাড়া জাগানো মশাল মিছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।