জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


সমীর দাস: চিন্তন নিউজ:১৭ই আগস্ট:- আজ সকালে পুলিশ লাইন বাজারে সি আই টি ইউ বর্ধমান শহর ১ নং এরিয়ার অন্তর্গত পুলিশ লাইন বাজারে আসে পাশের গ্রাম থেকে আসা সব্জি বিক্রেতা , দোকান কর্মচারী, গ্যারেজ শ্রমিকদের মাস্ক বিতরণ করা হয় পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার বার্তা দেওয়া হয়। কাগজের পোস্টার সহ মানুষকে সচেতন করা হয়, সকলে মাস্ক পড়ুন, অযথা বাজারে ভিড় করবেন না, শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয় মানুষকে। এই সময় অসুবিধায় থাকা মানুষদের বিশেষ করে যারা আয়কর দেন না এই সব পরিবারকে আগামী ৬ মাস ৭৫০০/- নগদে দিতে হবে, মাথা পিছু ১০ কেজি খাদ্য শস্য দিতে হবে এই দাবি জানানো হয়।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,কাটোয়া কেন্দ্রের উদ‍্যোগে, আজকে কাটোয়া শহরে করোনা মহামারী প্রতিরোধে সতর্কতা, সচেতনতা প্রচার কর্মসূচী চলছে।

মেমারি :- পূর্ব বর্ধমান জেলায় মেমারি পৌরসভায় সি পি আই এমের পক্ষ থেকে এই আবেদনগুলি আজ দেওয়া হয়।

সংবাদদাতা- কৌশিক সরকার জানাচ্ছেন, এই সময়ে জানা গেছে জি-৫ (zee5 )এর একটি ওয়েব সিরিজের ক্রিমিনাল লিস্টে শহীদ ক্ষুদিরামের ছবিকে ব‍্যবহৃত করা হয়েছে। এর প্রতিবাদে তৎক্ষণিক কর্মসূচি আজ ১৭/ ০৮/২০, বিকেল ৪.৩০ এ ঢলদিঘি ক্ষুদিরাম মূর্তির চত্বরে এস‌এফ‌আই – ডিওয়াই‌এফ‌আই এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ কর্মসূচী প্রদর্শন করা হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।