সৌভিক ব্যানার্জি:চিন্তন নিউজ:১৮ই জুন:- সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে ১৭ই জুন রাজ্যজুড়ে পথে নামল এসএফআই।মুলত ছয় দফা দাবিতে
★শিক্ষাখাতে বিশেষ সরকারি প্যাকেজের মাধ্যমে ব্যয়বরাদ্দ বাড়াতে হবে
★দ্বাদশ শ্রেণী অবধি মাসে দুবার মিডডেমিল দিতে হবে
★সমস্ত ফি মুকুব করতে হবে – স্কলারশিপের সাম্মানিক দিতে হবে
★অনলাইন নয়,মুখোমুখি ক্লাসকেই প্রাধান্য দিতে হবে
★ছাত্রদের বিনামূল্যে মাস্ক – স্যানিটাইজার দিতে হবে
★লকডাউন পরবর্তী সময়ে পরীক্ষা পঠনপাঠন বিষয়ে ছাত্রদের মতামত শুনতে হবে
এই দাবিতে আজ সারা রাজ্যব্যাপী যে ছাত্র অবস্থান চলছে, তারই অংশ হিসাবে এসএফআই সোনাখালি ও কলোড়া লোকাল কমিটির উদ্যোগে সোনামুই বাজারে অবস্থান কর্মসূচি সংগঠিত হয়েছে।
অপরদিকে একগুচ্ছ দাবী নিয়ে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আবারও রাস্তায় নেমেছে হুগলি, শ্রীরামপুরের এসএফআই। স্বৈরাচারী শাসকের চোখে চোখ রাখা যৌবনের স্পর্ধা..১৭ ই জুন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে রাজ্যব্যাপী যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল,
ভারতের ছাত্র ফেডারেশন হুগলীর শ্রীরামপুর
পূর্ব আঞ্চলিক কমিটি ও শ্রীরামপুর পশ্চিম প্রস্তুতি কমিটির তরফে শ্রীরামপুর বটতলায় জনবহুল এলাকায় বল্লভপুর হাই স্কুলের সামনে সেই কর্মসূচি নেওয়া হয়।
অবস্থান বিক্ষোভে সভাপতিত্ব করেন –
ভারতের ছাত্র ফেডারেশন শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড তমোঘ্ন ঘোষ রায়, বক্তব্য রাখেন – শ্রীরামপুর কলেজ ইউনিটের সম্পাদক কমরেড শুভজয় সাধু,
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন শ্রীরামপুর
পূর্ব আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড প্রতীক চক্রবর্তী।
এছাড়াও বক্তব্য রাখেন – ভারতের ছাত্র
ফেডারেশন পশ্চিম প্রস্তুতি কমিটির সদস্য
কমরেড রাজর্ষি ব্যানার্জী,
ভারতের ছাত্র ফেডারেশন রিষড়া আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড শুভম হেলা