জেলা

বীরভূম জেলার টুকরো খবর


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:২৩শে নভেম্বর:- — মল্লারপুর থেকে সাঁইথিয়া যাওয়ার রাস্তায় ফুটপাতের দাবিতে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই এর মল্লারপুর লোকাল কমিটির সদস্যরা আজ রাস্তা অবরোধ করেন এবং মল্লারপুর পিডব্লুডি অফিসে ডেপুটেশন দিয়ে আসেন। প্রসঙ্গত রাস্তাটি নতুন তৈরি হয়েছে, কিন্তু সাধারণ পথচারী বা স্কুল ছাত্র-ছাত্রীদের চলার মত ফুটপাথ রাখা হয়নি। তাই ওই দুই সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে রাস্তার দুদিক সমান করে তা নিত্য পথযাত্রীদের ব্যবহারের উপযোগী করে তোলার আবেদন জানানো হয়। এছাড়াও আজ নানুরের বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যবই, ফাইল,খাতা, পেন সহ শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয় এসএফআই নানুর লোকাল কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন এস‌এফ‌আই রাজ্য কমিটির সদস্য কমঃ সোমনাথ সৌ ও জেলার অন্যান্য নেতৃত্বরা.।

অন্যদিকে আজ ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয় কে অভিনন্দন জানিয়ে ও সংসদে এই আইন বাতিলের দাবিতে তথা পেট্রোল, ডিজেল,রান্নার গ‍্যাস সহ সমস্ত নিত‍্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআইএম কর্মীরা রামপুরহাট বাসস্ট্যান্ড চত্বরে মিছিল ও পিকেটিং কর্মসূচি নিয়েছিলেন। বিকেলে রামপুরহাটের নিশ্চিন্তপুর এলাকাতেও একই দাবী নিয়ে পথসভা করে এলাকার বামফ্রন্ট কমিটি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।