সীমা বিশ্বাস: চিন্তন নিউজ:২৩নভেম্বর:– অঙ্গনয়াড়ী কর্মী সহায়িকা সকলে নুন্যতম মজুরি ২১০০০ টাকা, সন্মাননার পরিবর্তে মজুরির স্বীকৃতি প্রদান,অবসর সময়ে কর্মী সহায়িকাদের পেনশন প্রদান,পেনসন না হওয়া পর্যন্ত কর্মীদের জন্য ৫লাখ টাকা এবং সহায়িকা দের জন্য ৩লাখ টাকা এককালীন সাহায্য প্রদান ইত্যাদি স্লোগানে স্লোগানে কার্যালয়ে র সন্মুখে উত্তাল প্রতিবাদ করেন। গুয়াহাটীর উজানবাজারস্থিত সমাজ কল্যাণ বিভাগের কার্যালয়ে সামনে সংস্থার সাধারণ সম্পাদিকা ইন্দিরা নেয়ার, সভানেত্রী জয়মতী দাস এবং সিআইটিইউ রাজ্য সম্পাদক তপন শর্মা সহ রাজ্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে নেতৃত্ব দেন। সম্পাদিকা ইন্দিরা নেয়ারে তার বক্তব্যে বলেন যে আই সিডি এস এর তৃণমূল স্তরে কর্মরত অঙ্গনয়াড়ী কর্মী, মিনি কেন্দ্রের কর্মী এবং সহায়িকা সকলে শিশু ও গর্ভবতী মহিলাদের যত্ন নিয়ে মানবিকাশের বুনিয়াদি গড়ে তুলতে সরকারকে সাহায্য করেছে। এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের দায়িত্ব পালন করে সীমাহীন পরিশ্রম করে কোরনার সময়ে নিজের জীবন তুচ্ছ করে বিভিন্ন সেবা করেন। কাজের বিনিময়ে উপযুক্ত মজুরি পাওয়াটা সংবিধান প্রদত্ত অধিকার। ভারতীয় শ্রম সন্মেলনের পরামর্শ মতে বর্তমান বাজারে জিনিসের দাম অনুযায়ী একটি পরিবারের জন্য অতি কমেও মাসে ২১হাজার টাকা পাওয়াটা যুক্তিসঙ্গত।
সঞ্চালকের অনুপস্থিত থাকায় উপসঞ্চালক অভিজিৎ সিং স্মারকপত্র গ্ৰহণ করেন এবং এককালীন সাহায্য প্রদান করার প্রতিশ্রুতি দেন।