দেশ

উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন আসাম সিপিআইএম এর


সীমা বিশ্বাস, আসাম ,২৮মে, চিন্তন নিউজ:– মহানগর জেলা কমিটির উদ্যোগে ২৬ মে তারিখে চচলে  শিল সাঁকো বিলের  উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেড় শতাধিক সিপিআইএমের সভ্য সমর্থক,  বিকল্প সংস্থাপনের ব্যবস্থা গ্রহণ না করে সব ধরনের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রাখা, উচ্ছেদিত পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত উচ্ছেদ কার্য বন্ধ রাখা র দাবিতে সোচ্চার হয়।  রাজ্য নেতা টিকেন দাস, বীরেন শর্মা, শতঞ্জীব দাস, সঙ্গীতা দাস, সীমা বিশ্বাস, নিয়তি বর্মন, ভবেন কলিতা, ইন্দিরা নেয়ার উপস্থিত থেকে তাদের বক্তব্যে বলেন যে বিজেপি সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার তিন মাস পরে আসামের বিভিন্ন জেলায় উচ্ছেদ কার্য সংঘটিত করছে এই সরকারের প্রতিশ্রুতি দিয়েছিল যে ভূমিহীনদের পাট্টা দেওয়া হবে কিন্তু বাস্তবে সংবিধানের মৌলিক অধিকার কে নস্যাৎ করে সাধারন মানুষকে উচ্ছেদ করে গৃহহীন করার কাজে লিপ্ত হয়েছে।

১৩ মে তারিখে বহু বছর ধরে বসবাস করে থাকা শিল সাঁকো বিলের পাড়ে একান্নব্বই পরিবারকে ধারাসার বৃষ্টির মধ্যে কোন ধরনের নোটিশ না দিয়ে নির্মমভাবে উচ্ছেদ করে গৃহহারা করা অতি অমানবিক।বিক্ষোভ স্থান থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে পুলিশ প্রশাসনের মাধ্যমে স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে প্রধান দাবি ছিল বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না  উচ্ছেদিত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, শিল সাঁকো অঞ্চলে বসবাস করা পরিবারের একটা নির্দিষ্ট তালিকা প্রস্তুত করতে হবে এবং জলাশয় কে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।