সঞ্জিত দে: চিন্তন নিউজ: ২১ মেঃ- প্রাকৃতিক বিপর্যয় আমফান এর তান্ডবের জেরে উত্তর বঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আর্থিক ভাবে পিছিয়ে পরা মানুষের পাশে দাড়িয়ে সাহায্যের হাত প্রসারিত করলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই ডি ওয়াই এফ আই নেতৃত্ব শিবির করে ধূপগুড়ি থানা এলাকার ৮০ জন রেল হকারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়। চাল ডাল তেল নুন সহ অনান্য দ্রব্য এদিন দেওয়া হয়। রেল হকার ইউনিয়নের ধূপগুড়ি স্টেশন ইউনিটের সভাপতি সফিয়ার রহমান বলেন রেল গাড়িতে হকারি করেই আমাদের সংসার চলে। দু মাস ঘরে বসে সঞ্চিত অর্থ শেষ।
আজ যুব ফেডারেশনের এই সহযোগিতা পেয়ে আমরা উপকৃত হ’লাম বাড়ির বাচ্চাদের মুখে কিছু তুলে দিতে পারবো তিনি আরও বলেন ধূপগুড়ি পৌরসভা কাছে আমরা সাহায্য চেয়েছিলাম কিন্তু তারা কথা ফিয়েও আমাদের সাহায্য করেনি। যুব নেতা নির্মাল্য ভট্টাচার্য এবং কৌশিক দাম বলেন লক ডাউনের প্রথম পর্ব থেকেই এ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের ঘরে গিয়ে সাধ্য মত চেষ্টা করছেন তাদের সহযোগিতা করতে। লক ডাউন যতদিন চলবে ডিওয়াইএফআই এই কাজ করে যাবে। এ বি পি টি এর ধূপগুড়ি ৩ নম্বর সার্কেল কমিটি মাগুরমারি ১ এবং মাগুরমারি ২ সাথে গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের ৭০ জন গর্ভবতী মায়েদের পুষ্টিকর সাস্থ্য সম্মত খাদ্য পানীয় তুলে দেওয়া হয়। সংগঠনের নেতৃত্ব অজয় মোদক, রঘুনাথ ঘোষ, গৌতম দে সরকার জানান তিনটি অঞ্চলের চারটি স্থানে শিবির করে এই খাদ্য দ্রব্য দেওয়া হয়। সংগঠনের জোনাল সম্পাদক শিবির ঘুরে শিক্ষক নেতৃত্বদের সহযোগিতা করেন এবং মায়েদের সাথে কথা বলে সুস্থতা কামনা করেন। তিনি বলেন এই কঠিন সময়ে খুব বিপদে আছেন এই ধরনের মহিলারা। তাই আমরা এই কর্মসূচি গ্রহন করেছি।