জেলা

দক্ষিণ ২৪ পরগনা জেলার খবর


চিন্তন নিউজ:২৯/০৯/২০২৩:- সংবাদদাতা অভিজিৎ ব্যানার্জী:– পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ মগরাহাট ১ নম্বর ব্লক কমিটির গত ২৭শে সেপ্টেম্বর কনভেনশন থেকে ১৭ জনের কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত সম্পাদক রাজেশ মন্ডল ও সভাপতি রহিতাষ্য মন্ডল।

তিনি আরো জানান মহিলাদের উপর অত্যাচার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং ৫ই অক্টোবর দিল্লীর সমাবেশের সমর্থনে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ডাকে বারুইপুরে একটি মিছিল সংগঠিত হয়।

জয়নগর থেকে প্রতিবেদক সৌমিত্র মন্ডল জানাচ্ছে : আজ বেলা সাড়ে এগারোটায় জয়নগর ২ ব্লক অফিসে বিড়ি শ্রমিকদের সাত দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। পঞ্চান্ন জন মহিলা এবং আট জন পুরুষ শ্রমিকের উপস্থিতি উল্লেখযোগ্য। প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে শ্রমিকদের অধিকার রক্ষার লড়াই হিসাবে আগামী এগারোই অক্টোবর বারুইপুর ডি এল সি অফিস অভিযান সফল করার আহ্বান জানান জেলা নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।