সায়ঙ্ক মন্ডল চিন্তন নিউজ ১০ই সেপ্টেম্বর:- হিন্দমোটর: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোতরঙ-হিন্দমোটর এরিয়া কমিটি উদ্যোগে প্রয়াত কমরেড অভিজিৎ চক্রবর্তী(বাবলু) ‘র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় অভিজিৎ চক্রবর্তী স্মারক বক্তৃতা। হিন্দমোটর দীনেন স্মৃতি ভবনে অনুষ্ঠিত এই স্মারক বক্তৃতার বিষয় ছিল ” অতিমারী,পুঁজিবাদ-শ্রমজীবী আন্দোলন ” । বক্তব্য রাখেন সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও সি আই টি ইউ নেতা সোমনাথ ভট্টাচার্য। তিনি বর্তমানে অতিমারীকে ব্যবহার করে দুনিয়ার জুড়ে শ্রমজীবী মানুষের উপর পুঁজিবাদী আক্রমণকে তুলে ধরেন এবং এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ভারতের মোদী সরকার কর্তৃক একের পর এক ভাঁওতার মাধ্যমে একচেটিয়া পুঁজিবাদের সেবার ও জনসাধারণকে ধোঁকাবাজি করে চলেছে। একইভাবে রাজ্যের তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এর বিরুদ্ধে সোচ্চার হবার জন্য তিনি বামপন্থী রাজনৈতিক কর্মীদের জনগণের কাছে পৌঁছে যাবার আহ্বান জানান। তিনি বলেন, আর এস এস ও বি জে পি এবং তৃণমূল কংগ্রেসের ধোঁকাবাজি থেকে জনগণকে সচেতন করার কাজ একমাত্র কমিউনিস্টরা করতে পারে। সভায় সভাপতিত্ব করেন সি পি আই (এম) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক পৃথ্বীশ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সি পি আই (এম) হুগলী জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায় ও জয়দেব চ্যাটার্জী এবং হুগলী জেলা কমিটির সদস্য আভাস গোস্বামী। শুরুতে প্রয়াত কমরেড অভিজিৎ চক্রবর্তী (বাবলু)’র প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃত্ব ও কমরেডবৃন্দ।
শ্রীরামপুর সংবাদাতা সায়ঙ্ক মন্ডল আরো জানিয়েছে -▪নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষার অধিকার কেড়ে নেওয়া চলবে না।
▪নির্মাণ কল্যাণ পর্ষদের সেস তহবিলের অর্থ অন্যত্র হস্তান্তর করা চলবে না।
▪সামজিক সুরক্ষার সমস্ত বকেয়া সহায়তা, অনুদান অবিলম্বে প্রদান করতে হবে।
▪শ্রম আইন সংস্কারের নামে নির্মাণ শ্রমিক কল্যাণ আইন বাতিল করা চলবে না।
সহ বিভিন্ন দাবীর ভিত্তিতে পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়ন (CITU) র ডাকে সারা রাজ্যে ডেপুটি লেবার কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে নির্মাণ শ্রমিকদের দাবী সম্বলিত স্মারকলিপি ও প্রদান ও বিক্ষোভ অবস্থান, শ্রীরামপুর ডিএলসি (DLC) অফিসে। উপস্থিত ছিলেন হুগলী জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের সহ সভাপতি কমরেড জগন্নাথ ঘোষ,সিআইটিইউ (CITU) হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুমঙ্গল সিং সহ অন্যান্য নেতৃত্ব।

এছাড়া এদিন বুথে বুথে গন অর্থ সংগ্রহ শুরু হয়েছে । এদিন চাতরা ১নং শাখা থেকে বাড়ি বাড়ি জনসংযোগ ও অর্থ সংগ্রহ কর্ম সূচি শুরু হয়েছে।

শিয়াখালা সংবাদদাতা সোমনাথ ঘোষ জানিয়েছেন :- গন অর্থ সংগ্রহ কর্মসূচি চলছে শিয়াখালা মধুপুর ও পশ্চিম তেজপুরে সংলগ্ন অঞ্চলে এবং বাড়ি বাড়ি প্রচার চলছে।
