জেলা

হুগলি জেলা সংবাদ-


চিন্তন নিউজ;২রা অক্টোবর:-অরিত্র শীল:- চুঁচুড়া:—সমকাল ও বিবৃতি পত্রিকার অতিমারিজনিত বিলম্বিত গ্রীষ্ম বর্ষা সংখ্যা ১৪২৭/২০২০ প্রকাশিত হচ্ছে আজ বিকেল চারটায় চুঁচুড়া ঘড়ির মোড়ের প্রকাশ্য মঞ্চ থেকে। ৪৭ বছর ধরে চলা এই পত্রিকায় এবারেও কলম ধরেছেন ৮০ জন লেখক লেখিকা। লকডাউনের মাসগুলোতে লেখক-লেখিকা এবং পাঠক-শুভানুধ্যায়ীদের কাছ থেকে নানাভাবে সহযোগিতা লাভ করেই ২৬৪ পাতার এই পত্রিকা ছাপানো সম্ভব হচ্ছে। এবারের সংখ্যায় লেখা আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি বিষয়ে। লেখা আছে বঙ্গবন্ধুর শতবর্ষ, সত্যজিৎ রায়ের শতবর্ষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, অবনীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ, এঙ্গেলসের দ্বিশত বর্ষ প্রমুখ বিষয়ে । আছে কবিতা, গল্প। ২৬৪ পাতার এই পত্রিকাটির দাম এবারেও নির্ধারিত হয়েছে ৫০ টাকা। অন্যান্যবারের মতো দ্রুত নিঃশেষিত হওয়ার আগেই আপনাকে অন্তত একটা কপি সংগ্রহ করার অনুরোধ রইল। আগামীকালের উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীতশিল্পী শুভেন্দু মাইতি। পত্রিকার সঙ্গে থাকবে একাদশ হুগলী-চুঁচুড়া বইমেলার একটি স্মরণিকা। ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে একইসঙ্গে প্রকাশিত হবে আরেক আকর্ষণ , হুগলী-চুঁচুড়া বইমেলার থিম সং ।
স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই প্রকাশ্য অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই।

শঙ্কর কুশারী:- চন্দননগর:–এদিন চন্দননগর পুরসভায় হকার্স ইউনিয়নের বিভিন্ন দাবিতে ছিল ডেপুটেশন ও জমায়েত কর্মসূচি। এই জমায়েতে বক্তব্য রাখেন অমিয় সাহা, সংগঠনের সভাপতি, সিআইটিইউ নেতা হীরালাল সিংহ সহ অন‍্যান‍্য নেতৃত্ব। এদিন এদের বিভিন্ন দাবি গুলির মধ‍্যে ছিল কেন্দ্রীয় সরকারের ঘোষিত ১০,০০০, টাকা ঋন,মুখ‍্যমন্ত্রী ঘোষিত ২০০০ টাকা অনুদান ,হকার্সদের লাইসেন্স সহ বিভিন্ন দাবী।

ভোলা হাজরা:- চন্দননগর:-উত্তর প্রদেশের নৃশংস ঘটনার প্রতিবাদে ব্যাঙ্ক ওফ বরোদার সামনে থেকে প্রতিবাদ মিছিল করা হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।