রাজ্য

করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা জারি করল সরকার।


শৌভিক ব্যানার্জি:চিন্তন নিউজ:১৪ই মার্চ:–করোনার আতঙ্কে গোটা বিশ্ব। বিশ্বস্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে করোনাকে প্যানডেমিক ঘোষণা করেছে‌। ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সরকারি নির্দেশ দেওয়া হয়েছে।

আজ করোনা আতঙ্কে সোমবার থেকে ৩১শে মার্চ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রতিনিয়ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে,তাই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও বা পশ্চিমবঙ্গের আগে অন্যান্য রাজ্য গুলোও সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে সূচী অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে।

তার মাঝেই বীরভূমে পাথরচাপড়ি মেলা ঘিরে বিতর্ক। এই করোনা আতঙ্কে যখন বিশ্বজুড়ে সাবধানতা অবলম্বন করার বার্তা দেওয়া হচ্ছে। কোনো জমায়েত, মেলা, পর্যটন বন্ধ রাখার কথা বলা হচ্ছে, এমনকি শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব ও এবার বন্ধ করা হয়েছে। এই অবস্থায় বীরভূম জেলা প্রশাসন কিভাবে পাথরচাপড়ি মেলার অনুমোদন দিল,এই নিয়ে প্রশ্ন উঠছে।

পাথরচাপড়ি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।