কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:১০ই জুন:– আজ ১০ই জুন২০২০ সকালে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় বাজারে সারাভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক বিরোধী এবং কৃষিতে অবাধ কর্পোরেট হস্তক্ষেপের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচী তে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও ক্ষেতমজুরের ব্যাপক অংশগ্রহন ইদানিং কালের মধ্যে উল্লেখের দাবী রাখে।
এই কর্মসূচী বাঁকুড়া দূর্গাপুর রোডের পর সোনামুখী মোড়ে জমায়েত ও শ্লোগান দিয়ে পালন করা হয়। এক সাক্ষাৎকারে বড়জোড়ার বিধায়ক তথা কৃষকসভার জেলা নেতৃত্ব সুজিত চক্রবর্তী জানান “এই বিপর্যয় পরবর্তীতে যখন দেশের কৃষক সমাজ অনিশ্চয় জীবনের আশঙ্কায় আতঙ্কিত। একদিকে করোনার ছোবল অপরদিকে আম্ফানের মতো প্রাকৃতিক বিপর্যয়ে চাষের কাজের ব্যাপক ক্ষতির ফলে নাভিশ্বাস উঠছে গ্রামের গরীব মানুষের তখনই কেন্দ্রের এই ফ্যাসিস্ত বিজেপি পরিচালিত সরকার তাদের কর্পোরেট প্রভুদের সেবায় উন্মত্তের মতো কৃষির সংস্কারের নামে কৃষি আইনের এ্যমেন্ডমেন্টের উদ্যোগ গ্রহন করছেন। তাদের সমস্ত গোপন এ্যজেন্ডা প্রয়োগের আদর্শ সময় হিসেবে এই বিপর্যগ্রস্ত সময়কে বেছে নিয়েছে। কিন্তু বামপন্থী সমস্ত গণসংগঠনগুলি একযোগে এই ফ্যাসিস্ত শক্তির আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গরে তুলছে। গ্রাম শহরের সমস্ত নির্যাতিত মানুষকে ঐক্যবদ্ধ করে প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি চলছে প্রতিটি বাড়িতে পরিবারে। কেন্দ্রীয় সরকারের সমস্ত জনবিরোধী নীতির প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন ক্রমশঃ তীব্র হবে। সেই প্রতিবাদ আন্দোলনের অংশ স্বরূপ আজ আমাদের এই বিক্ষোভ সমাবেশ”। এই বিক্ষোভ সমাবেশে এলাকার গণআন্দোলনের নেতা তথা সারা ভারত কৃষক সভার জেলা নেতা সুজয় চৌধুরী ও বিধায়ক সুজিত চক্রবর্তী সমস্ত বিষয় এবং প্রতিবাদ আন্দোলন থেকে প্রতিরোধ আন্দোলনে উত্তরনের প্রয়োজনীয় তা ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।