রত্না দাস: চিন্তন নিউজ:১লা জানুয়ারি:–রাতের অন্ধকারে ফেলা হচ্ছে সদ্যজাতর মৃতদেহ।।এমন ঘটনা নজরে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জঙ্গিপুর পুরসভায়। অভিযোগ বিভিন্ন নার্সিংহোমে প্রসবের সময় মৃত শিশুদের সমাধি না দিয়ে রাতের অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে ভাগীরথী নদীতে। এই ঘটনার বাড়ছে নদী দূষণ। প্রতিদিনের যাবতীয় কাজ-কর্মের জন্য জঙ্গিপুরের সাধারণ মানুষ নদীর উপর নির্ভরশীল। নদী দূষণের ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নদীতে মৃত শিশুদের ফেলার কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় ধরা পড়েছে একজন ব্যাক্তি। জঙ্গিপুরের সদরঘাটে নাম প্রকাশে অনিচ্ছুক এক সদ্যজাত শিশুর পিতা জানান নিয়ম মেনে সমাধিস্থ করা হয়। কিন্তু জঙ্গিপুরে মৃতদেহ দাহ করার জন্য বৈদ্যুতিক চুল্লি রয়েছে কিন্তু সমাধিস্থ করার কোনো স্থান নেই।আর মৃত শিশুদের মৃতদেহ বাড়ির নিয়ে যাওয়ায় অনেক ঝামেলা আছে।ফলে ইচ্ছার বিরুদ্ধে প্লাস্টিকের মুড়ে ভাগীরথী নদীতে ফেলে দিতে তারা বাধ্য হচ্ছে ।
এই ঘটনার কথা শুনে হতভম্ব হয়ে পড়েন জঙ্গিপুরের মহকুমাশাসক তিনি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।জঙ্গিপুরের পুরসভার পুরপ্রধান বলেন এই ধরনের খবর জানা ছিল না।খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে ।