সূপর্ণা রায়: চিন্তন নিউজ:-৩১ শে ডিসেম্বর:–উধাও সেই চেনা ভীড় বর্ষ শেষ আগামীকাল ১লা জানুয়ারি কিন্ত হারিয়ে গেছে বর্ষশেষের উন্মাদনা।।। সবখানেই শুধু ছন্দপতনের ইঙ্গিত।। কেন্দ্রীয় সরকার হঠাৎ করে উলোটপালোট করে দিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন এনে। । নিজেদের অস্তিত্ব নিয়েই ঘোর সঙ্কটে পড়েছে মানুষ।।কি হবে আর কি হতে চলেছে ধোয়াশা চারিদিকে।।।
এরমধ্যে বাজারে ঘোর মন্দা।। মানুষের কাজ নেই তাই মজুরিও নেইজীবনের গতি বিপন্ন। এইসব নিয়ে এসেছে উৎসবের মাস ডিসেম্বর ।।ম্লান ছায়া বড়দিন ও নববর্ষের কেনাকাটাতে।। ক্রেতা ও বিক্রেতা দু’পক্ষের বিমর্ষতা ধরা পড়েছে ।। যেকোন জিনিসের দাম আকাশছোঁয়া ক্রেতাদের কাছে টাকা নেই।। সাধ থাকলেও সাধ্য নেই।। বড়দিন ও নববর্ষের আগে কলকাতা জুড়ে বিক্রি হয় ঘর সাজানোর হরেক জিনিস।। ক্রিসমাস ট্রি,সান্টাক্লস, ঘন্টা,বাহারি মালা আর ও অনেক কিছু।। এসবের চেয়ে বড় আকর্ষণ নানারকম স্বাদের কেক।।। ব্যাবসায়ী রা পসরা সাজিয়ে বসেছেন তবে সবখানেই যেন কেমন ছন্দপতন।। ক্রেতা নেই
যদি বা কেউ কেউ আসছেন কিন্তু সেই চেনা মেজাজ আর ভীড় টাই নেই।। কলকাতার হগ মার্কেটের বিক্রেতা মহম্মদ গুড্ডুপসরা সাজিয়ে বসেছেন।। আশা ছিল ১৫ তারিখ এর পর থেকে ভালো ভীড় হবে দোকানে।। কিন্তু আক্ষেপ করে জানালেন বিক্রি র হাল খুব খারাপ।। কেনাকাটা নেই বললেই চলে।। আক্ষেপ করে জানালেন একদিকে মানুষ এর পকেটে টান তার উপর উটকো ঝামেলা সিএএ-এন আর সি।। ডিসেম্বর এর শুরুতে নাগরিকত্ব বিলের বিরোধিতা করে শুরু হয়েছে রাজ্যজুড়ে প্রতিবাদ ।। অশান্তির জেরে বহু জায়গায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল না।। সড়ক পথে ও অবরোধ চলছিল।। কিন্তু রাজ্য সরকার কার্যত নীরব দর্শক এর ভূমিকা পালন করে।।ছাড়ের উপর ছাড় দিয়েও ক্রেতা টানতে পারেন নি।। আরও এক ব্যাবসায়ী জানান তার দোকান শিয়ালদহের কাছে একদম রাস্তার উপরে।।
অন্যান্য বছর গুলো তে দোকানে ভীড় এ ভীড়াক্কার হয়ে থাকতো এবছর একটা মাছিও গলছে না।। আরও বলেন অন্যান্য বছর স্কুলের বাচ্চা রা আসতো এবার তাদের ও দেখা নেই।। মানুষ এর হাতে টাকাই নেই তো কিনবে কোথা থেকে।। পুতুল , টুপি,হেয়ার ব্যান্ড ইত্যাদি র পসরা সাজিয়ে বসেছেন নিউ মার্কেট এর বিক্রেতা শেখ সামসুদ্দিন।। কিন্তু বিক্রি হচ্ছে না তার সামগ্রী ও।। অন্যান্য বছর যে জিনিস ৩০ টাকা দরে বিক্রি করেছিলেন এবার ২০ টাকা তেও বিক্রি করতে পারছেন না।। দুরাবস্থা ঘিরে ধরেছে ক্রেতা-বিক্রেতা দুপক্ষ কেই।। চারপাশে শুধু উদ্বেগ এর মধ্যে এর মাঝে পড়ে মানুষ এর আনন্দ পাই কোথায় হারিয়ে গেছে__