কাকলি চ্যাটার্জি :চিন্তন নিউজ:২১শে জুন:–স্রষ্টা না থাকলে যেমন সৃষ্টি অসম্ভব তেমনই প্রাণের অস্তিত্ব রক্ষায় অপরিহার্য জল। জলশূন্য পৃথিবী হয়তো সম্ভব কিন্তু সেখানে থাকবেনা প্রাণের স্পন্দন। বিশ্ব উষ্ণায়ন, নির্বিচারে বৃক্ষচ্ছেদ, বৃষ্টিপাত কমে যাওয়ায় একদিকে যেমন জলসংকট তেমনি অপরদিকে মেরুঅঞ্চলের হিমবাহগুলি দ্রুতহারে গলে যাওয়ার জন্য সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাওয়ার জন্য নীচু দ্বীপ অঞ্চলগুলো চলে যাবে জলের তলায়। পৃথিবীর তিনভাগ জল কিন্তু সেই জল পানের অযোগ্য। লবণমুক্ত করে সেই জল ব্যবহার করার মত পরিকাঠামো বা আর্থিক স্বাচ্ছল্য কোনোটাই আমাদের মত উন্নয়নশীল দেশে নেই। যেটা আছে সেটা হল মানুষের হঠকারিতা, সরকারের সীমাহীন অজ্ঞতা আর অপরিণামদর্শীতা। ২০২০ সালের পর আমার দেশের চারটি প্রধান শহর—– দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এ ভূগর্ভস্থ পানীয় জল ফুরিয়ে যাবে। জলসংকটে ভুগবেন প্রায় দশ কোটি ভারতীয়। ২০৩০ সালের মধ্যে দেশের ৪০% মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এই সংকট। কিন্তু এই পরিস্থিতে আমরাও দায় এড়াতে পারি? জল অপচয় যেন মানুষের জন্মগত অধিকার। যা সহজলভ্য( এখনও পর্যন্ত) তার উপযুক্ত মর্যাদা কেই বা কবে দিয়েছে? প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার, রাস্তার ধারে ট্যাপকলের জল অপচয় রোধের ব্যবস্থা নেয়া অবিলম্বে দরকার। ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন গণসংগঠনগুলোকে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি নিতে হবে। বিজ্ঞানভিত্তিক গণসংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। এমনিতেই অনেক দেরী হয়ে গেছে, দাবি তোলা হোক রাজ্যব্যাপী জল সচেতনতা যাত্রার। সরকার যেখানে স্থবির সাধারণ মানুষের প্রয়োজনে আপনার আমার উত্তরাধিকারীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গ্ৰহণ করা হোক সুনির্দিষ্ট পরিকল্পনা করে কর্মসূচি রূপায়ন। আন্দামান এ যেমন বৃষ্টির জল সংরক্ষণ করে পানীয় হিসাবে ব্যবহার করা হয় এই ব্যবস্থা এখানেও সরকারীভাবে গ্ৰহণ করার আওয়াজ উঠুক। বহুজাতিক সংস্থাগুলো কে কোনোমতেই ব্যবহার করতে দেওয়া যাবে না বাণিজ্যিক প্রয়োজনে আমাদের ভূগর্ভস্থ জল। শুরুটা হোক নিজের বাড়ি দিয়ে। সবাইকে আজ থেকেই সচেতন হতে হবে নিজের বাড়ির ঐ শিশুটিকে ,তার হাত ধরেই শুরু হোক এই প্রয়াসের শুভ সূচনা।
Related Articles
ইসরোর চন্দ্রযান-2 এর সফল উৎক্ষেপণ।
নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২২শে জুলাই:–বহু অপেক্ষার অবসান ঘটিয়ে ইসরোর চন্দ্রযান-টু আজ উৎক্ষেপণ করা হ’ল। ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে প্রজ্ঞান ও বিক্রম। প্রথমে ১৫ জুলাই অভিযানের পরিকল্পনা হলেও তা বাতিল করা হয়। তাই চন্দ্রযান টু -র পরিকল্পনাতেও কিছুটা বদল এসেছে। ১৫ জুলাই চন্দ্রযান-২ উৎক্ষেপণের কথা ছিল ৷ যান্ত্রিক ত্রুটির কারণে উৎক্ষেপণ বাতিল হয় ৷ […]
কোভিড ১৯ এর নিরাময়ের খোঁজে বিশ্বব্যাপী প্রয়াসের একটা সারাংশ।।
চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২৭শে মার্চ:- গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে সার্স-২,কোভ-২ ভাইরাস এর মতো একই ধরণের অসুখ কোভিড -১৯ সম্বন্ধে বিভিন্ন বিভ্রান্তি মূলক প্রচার হয়ে চলেছে।নিরাময় মূলক বিভিন্ন ওষুধ ,ভ্যাকসিন যা আজও পর্যন্ত পরীক্ষিত হয়নি ,এবং যেগুলো কিছু টা সফল হয়েছে ,সে সম্বন্ধে বিশ্বস্ত সূত্র প্রাপ্ত তথ্যগুলি এখানে পরিবেশিত করার চেষ্টা।২৬.৩.২০২০ পর্যন্ত কোভিড১৯ এ সংক্রামিত ৪৮৬০৩৯ […]
খেলার ছলে জ্যোতির্বিজ্ঞান,সৌরজগত ও কুসংস্কার,
সন্দীপ সিনহা:চিন্তন নিউজ:১৯শে ফেব্রুয়ারি:–ভূকেন্দ্রিক বিশ্বব্যবস্থা নয় সৌরকেন্দ্রিক বিশ্বব্যবস্থা এই বৈজ্ঞানিক সত্য কে প্রচার করার জন্য ক্রিশ্চান ধর্ম যাজকদের বিচার সভায় জিওর্দানো ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে মারার আদেশ দেওয়া হয়।১৬০০ খৃষ্টাব্দে১৭ই ফেব্রুয়ারি ব্রুনোকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়।বিজ্ঞানের সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে ব্রুনোর আত্মহুতির দিনটিকে জ্যোতির্বিজ্ঞান দিবস হিসাবে পালন করার আহ্বান জানাই।পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ। জিওর্দানো ব্রুণো ছিলেন […]