কলমের খোঁচা

বর্তমানের ফুলেল বাংলা


প্রিয়জ দে: চিন্তন নিউজ: ২১শে জুন:- শিল্পতাড়ুয়া মিথ্যাভাষিণীর কৃপায় ৩৪ বছর কিচ্ছু না পাওয়া পশ্চিমবঙ্গে টাটা ইনফোসিস উইপ্রো ল্যাজ তুলে পালিয়ে,কৃষি তে দ্বিতীয় স্থান থেকে নেমে এসে কৃষক আত্মহত্যায় দেশের শুরুর দিকের রাজ্যগুলিতে জায়গা করে নিয়ে,বাবরি দাঙ্গার সময় ও শান্ত রাজ্যতে ভাটপাড়া দেগঙ্গা,ইত্যাদি প্রভৃতির জন্ম দিয়ে,( নেট সার্ভিস বন্ধ করে দিতে হচ্ছে আমার পশ্চিমবঙ্গে, ভাবা যায়) রবীন্দ্রনাথ কে ট্রাফিকে ঝুলিয়ে ললিপপ লাগেলু কে আসরে বসিয়ে,এককথায় বাংলার শিল্প, সংস্কৃতি, শিক্ষা,আত্মাভিমান,শান্তি সব কিছু কে ধ্বংস করে যে নোংরা আবর্জনা এবং পাঁকের জন্ম দিয়েছেন সেখানে শুয়োর শকুন চরে বেড়াবে,পদ্ম ফুটবে এতে আশ্চর্যের কি আছে…..

হে আমার মহান রাজ্যবাসী, সি পি আই এম কে ভেন্টিলেশনে পাঠাইয়া সেভেন পার্শেন্ট এবং শূন্য সীট পাওয়াইয়া দিবার জন্য আপনাদিগকে ধইন্যবাদ।উহারা বর্তমানে সোশ্যাল মিডিয়া নামক মিডিয়ার কল্যাণে এবং উহাদের এক সময়ের বানানো সৎ এবং নিষ্ঠাবান আবেগপ্রবণ সংগঠন এর দৌলতে অস্তিত্ব রক্ষা করিতেছে এবং এই দুর্দিনেও আনন্দে/চব্বিশে না দেখানো লম্বা লম্বা লাল ঝান্ডায় মোড়া মিছিলে বর্তমান রাজ্যের পরিস্থিতির প্রতিবাদ করিয়া কলকাতা সহ গ্রামবাংলা ছাইয়া ফেলিতেছে।আপনারা ভাবিতেছেন বড্ডো বাচাল,ভুল বকিতেছে,কোথায় মিছিল?? দেখিতে পাহিতেছি না তো।আসলে এই লুকোচুরি খেলায় আপনাকে দুধভাত বানাইয়া চোখের সামনে যে রুপোলি জগতের জীবনলিপিকা মেলিয়া রাখা হইয়াছে আপনি সেই দুই ফুলের মিশ্রিত সুবাসে সম্মোহিত হইয়া সি পি আই এম খুঁজিয়া উঠিতে পারিতেছেন না।
উহারা একসময় চিৎকার করিয়া গলা ফাটাইয়া বলিয়াছিলো,প্রথমে অত্যাচারীরা কমিউনিস্টদের মারিবে,আপনি চুপ থাকিবেন কারন আপনি কমিউনিস্ট না,তারপরে আপনাকে,তখন পরিত্রাতা হিসাবে সেই কমিউনিস্টদের আর খুঁজিয়া পাবেন না।আপনাদের কর্ণগহ্বব অবধি পৌছায় নাই কারন ততদিনে আপনি উন্নয়নের নীল সাদা বাঁদরে রুপান্তরিত হইয়াছেন।গোল বাঁধিয়াছে এখন যখন আপনি দেখিতেছেন নৈহাটি হইতে বেলঘড়িয়া আপনার সোশাল মিডিয়া পরিষেবাও বন্ধ, দুর্ঘটনা ঘটিলে তাহা আপলোডাইয়া লাইক আদায়ের রাস্তাও নাই,গত পরশু যদু মরিতেছে,গতকাল “রাম”, তো আজিকে শ্যাম।
কি সোনা এইবারে ভয় কচ্চে???


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।