দেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদেশ

চন্দ্রাভিযানের পুরষ্কার: ইসরোর সাথে হাত মেলাতে চায় নাসা


মীরা দাস, চিন্তন নিউজ, ৮ সেপ্টেম্বর: চাঁদের মাটিতে পৌঁছেছে বিক্রম, সেই সুখবর ইতিমধ্যেই জানিয়েছে ‘ইসরো’। শনিবার ভোর রাতে চাঁদের মাত্র ২.১ কিলোমিটার দুরে ল্যান্ডার বিক্রমের যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।

তবে ইসরোর এই কাজ নাসার প্রশংসা আদায় করে নিয়েছে। ইতিমধ্যেই নাসা ইসরোর সাথে হাত মিলিয়ে কাজ করতে চাইছে এবং যৌথ ভাবে মহাকাশ গবেষনা চালাতে চাইছে তারা কারন ইসরোর এই অভিযান নাসাকে প্রেরনা জুগিয়েছে।

টুইটারে ইসরোকে ট্যাগ করে নাসা জানিয়েছে যে, চাঁদের দক্ষিন মেরুতে পা রাখতে ইসরোর চন্দ্রযান -২ অভিযান অত্যন্ত প্রশংসা ও অভিনন্দন যোগ্য। এই অভিযানের পরে ভবিষ্যতে একসঙ্গে সৌরজগতের অন্বেষন করতে উদ্বুদ্ধ তারা।

আগামী ১৪ দিন ধরে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাবেন তারা, ইতিমধ্যেই বিক্রমের খোঁজ মিলেছে। এখন অপেক্ষা তার সঙ্গে যোগাযোগ স্থাপনের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।