মৌসুমী চক্রবর্তী, চিন্তন নিউজ, ১৭ এপ্রিল: গুজরাত দাঙ্গার সময় বিভিন্ন পত্রপত্রিকা, টিভি চ্যানেলের সৌজন্যে যে দুটো মুখ (একটা দাঙ্গাকারী, অন্যটা দাঙ্গাপীড়িত) সারা দুনিয়া দেখেছিল সেই দুই মুখ আজ লোকসভা ভোটের সময় বামপন্থীদের মঞ্চে। অবশ্যই বিদ্বেষের জন্য নয়, সম্প্রীতির জন্য ।
দাঙ্গাকারী অশোক মোচী, আসল পদবী পারমার। তিনি আজ অনুতপ্ত গুজরাতের দাঙ্গার সময় প্ররোচিত হয়ে তার দুষ্কর্মের জন্য ।
তাঁর বক্তব্য, তাঁরা ভুল করেছিলেন। ভাইকে মারতে গিয়েছিলেন অস্ত্র হাতে সম্পূর্ণ অন্ধকারে থেকে। চরমতম মিথ্যা ও ভ্রান্ত রাজনীতির শিকার হয়েছিলেন অসংখ্য নিরীহ মানুষ। না বুঝে ভুল হয়েছে। সাংঘাতিক ভুল। দেশের মানুষের কাছে আবেদন রেখেছেন “আপনাদের বলব, আমার ভুল আপনারা করবেন না। ঘৃণা, বিদ্বেষের এই ঘৃণ্য রাজনীতিকে পরাস্ত করুন। দাঙ্গাবাজ ও সাম্প্রদায়িক মেরুকরণকারীদের হাত থেকে দেশকে বাঁচান!’’
গুজরাত দাঙ্গায় উঠে আসা আর একটি মুখ কুতুবেরও মুখেও একই বক্তব্য ‘‘আমার মতো পরিস্থিতির মুখোমুখি আর কেউ হোক, কখনও চাই না। ভোটাধিকার আপনাদের। বুঝে-শুনে সেই অধিকার প্রয়োগ করবেন।’’
কুতুব ব্যাখ্যা দিয়েছেন কেন কেরলে বামপন্থী ফ্রন্ট এলডিএফের ডাকে এসেছেন। তাঁর বক্তব্য ‘‘কেরলে বিদ্বেষ, বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। তাঁর কথায় বামপন্থীরা বিভেদের রাজনীতি করে না।”