দেশ

শ্রীনগরে বিস্ফোরণ


নিউজ ডেস্ক, চিন্তন নিউজ, ১৬ এপ্রিল: সপ্তদশ লোকসভা নির্বাচনের অন্যতম ইস্যু জম্মু ও কাশ্মীর। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই এবারের নির্বাচনে প্রধান ইস্যু। বর্তমান শাসকদল থেকে বিরোধী দল সবার ইস্তেহারে কাশ্মীরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা প্রাধান্য পেয়েছে।
এমতাবস্থায় কাশ্মীরের রাজধানী শ্রীনগরের সৌউরা অঞ্চলে বিষ্ফোরণ ঘটে। এই ঘটনাটি ঘটেছে সৌউরা অঞ্চলে বস্তি এলাকায় দুটি বাড়ির মাঝখানে। সেখানে তখন শিশুরা খেলা করছিল। তিনটি শিশু ঘটনাস্থলে মারা যায় বলে সূত্রের খবর। ওখানে অনেকেই জখম হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে ওই দুই বাড়ির মালিক হলেন ফারুক আবদুল মীর এবং আবদুল রশিদ মীর। এদের বাড়ির মাঝের খোলা জায়গায় দুই বাড়ির ছোটরা খেলা করছিল। বাড়ির অভিভাবক স্তরের দুই ব্যক্তিও সেই সময়ে ঘটনাস্থলে হাজির ছিলেন। সেই সময়েই ঘটে বিস্ফোরণ। জখম সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারও জখম গভীর ছিল এবং সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। বিষ্ফোরণের কারণ জানা যায় নি। আজ মঙ্গলবার স্থানীয় পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।