রাজ্য

পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস


নিউজডেস্ক, চিন্তন নিউক, ১৬ এপ্রিল: সারাদিন গরমে রোদে জ্বালা পোড়ার পর সন্ধ্যায় মিলবে স্বস্তি -এমনই সংবাদ আবহাওয়া দপ্তর সূত্রে। প্রচণ্ড দাবদাহ, সঙ্গে পশ্চিমা হাওয়ার জেরে আর্দ্রতায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের মানুষের প্রাণ হাঁসফাঁস করছে। আজ সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এর আসে পাশে ছিল যা স্বাভাবিকের থেকে ২° কম। কিন্তু ১লা বৈশাখ থেকে তাপমাত্রা বেড়েছে, গতকাল তাপমাত্রা ছিল ৩৫.৬° সেলসিয়াস এর মতো। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়া যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫৮ শতাংশ। এই আর্দ্রতা এবং তাপমাত্রার দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে গরম বৃদ্ধির ইঙ্গিত মিলছে।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়া যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৯ শতাংশ। এই আর্দ্রতার জেরেই এত গরম। আজ শহরবাসীর স্বস্তি পাওয়ার খবর সন্ধ্যা নাগাদ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।