রাজ্য

বালি মিলেনিয়াম ক্লাবের উদ্যোগে মানুষের পাশে থাকার প্রয়াস


কুন্তল মুখার্জি: চিন্তন নিউজ:২৬শে এপ্রিল:- আজ সকালে পঞ্চম বার বালি মিলেনিয়াম ক্লাবের উদ্যোগে এই সময়ে সীমিত ক্ষমতায় মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রচেষ্টা।শাসকদলের নেতা মন্ত্রীরা যখন গোল্লাছুট খেলতে ব্যস্ত, কিংবা থালা বাটি বাজিয়ে, প্রদীপ জ্বেলে কোভিড১৯ তাড়ানোর অবৈজ্ঞানিক চিন্তাভাবনায় মগ্ন তখন “ওরা কাজ করে”, সম্পূর্ণ নীরবে।

পরিকল্পনাবিহীন লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত “দিন আনি দিন খাই” শ্রেণীর মানুষেরা– আর্থিকভাবে যাঁরা পিছিয়ে আছেন সমাজের মূল স্রোত থেকে। এঁরাই সংখ্যাগরিষ্ঠ, এনাদের রক্তজল করা পরিশ্রমের ফসল ভোগ করছেন মালিক পক্ষ। কিন্তু সরকারের মৌখিক নির্দেশে কাজ বন্ধ থাকাকালীন মিলছে না মজুরি, রেশনে মিলছে না জীবনধারণের প্রাপ্য রসদটুকু। বিভিন্ন বামপন্থী , গণসংগঠনগুলোর পাশাপাশি একাধিক ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।