দেশ রাজ্য

প্রবল বর্ষণে কিন্নরে ভূমি ধ্বসে প্রাণ হারালেন দু’জন ।


গোপা মুখার্জি:চিন্তন নিউজ:২৮শে মার্চ:–প্রবল বর্ষণে হিমাচল প্রদেশের কিন্নরে ভূমি ধ্বস । প্রাণ হারালেন দু’জন। গতকাল রাতে অতিরিক্ত বর্ষণের জেরে হিমাচল প্রদেশের কিন্নরে ধ্বস নামে । পাহাড় থেকে গড়িয়ে আসা বড় বড় পাথরের আঘাতে প্রাণ হারান হরিয়ানার বাসিন্দা বিজেন্দ্র কুমার এবং কিন্নরের বাসিন্দা সঞ্জয় নেগি ।আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে ।

পদস্থ এক পুলিশ অফিসার জানিয়েছেন শুক্রবার রাত একটা নাগাদ কিন্নরের থোপান গরম পানি এলাকায় সিংলা কোম্পানির অস্থায়ী ছাউনিতে ঘুমিয়ে ছিলেন তিনজন মানুষ। ভূমি ধ্বসের জেরে পাহাড় থেকে গড়িয়ে পড়ে বিশালাকার পাথর এবং সেই পাথরের আঘাতেই মৃত্যু হয় দু’জনের। মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য স্কিব্বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।আরও জানা গেছে অস্থায়ী ছাউনির কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।