দেশ রাজ্য

রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক


পাপিয়া সিনহা, চিন্তন নিউজ, ১৭ এপ্রিল: ২০১৯ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রয়েছে নির্বাচন কমিশনের আতস কাচের নীচে। প্রথম দফার ভোটে গন্ডগোল, অশান্তি হ‌ওয়ার পর অনেক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন দপ্তরে। সারাদেশে বিভিন্ন রাজ্যের অভিযোগের সংখ্যায় পশ্চিমবঙ্গ শীর্ষে। তাই নির্বাচন কমিশন দ্বিতীয় দফা থেকে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ, অবাধ ভোট করতে তৎপর। আগেই নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দ্যুবে ছিলেন এই রাজ্যে। আজ রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। ১৯৮৪ সালের IAS ব্যাচ।
প্রসঙ্গত ১৮ ই এপ্রিল এ রাজ্যে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ। রায়গঞ্জ, জলপাইগুড়ি, দার্জিলিং।বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দ্যুবে গতকাল পৌঁছে গেছেন রায়গঞ্জে। প্রশাসনিক বৈঠক ও করেছেন। আজ আসছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।