দেশ

লোকসভা ভোট স্থগিত ভেলোরে


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৭ এপ্রিল: আশঙ্কা একটা ছিলই, আর সেটাই সম্ভবত সত্যি হয়ে গেল। ভোটের বেশ কিছুদিন আগে থেকেই বাজার থেকে উধাও হতে শুরু করে বড় অঙ্কের নোট। এবার ভেলোরের ডি.এম.কে. নেতাদের কাছে পাওয়া গেল প্রচুর নগদ টাকা।
১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা ছিল ভেলোর লোকসভা কেন্দ্রে। নির্বাচন কমিশনের সন্দেহ ভোটারদের প্রভাবিত করার জন্যই এই পরিমাণ নগদ টাকা ব্যবহার হচ্ছে। নির্বাচন কমিশনের এই সন্দেহ উড়িয়ে দেওয়ার মত নয়। এর পরেই নির্বাচন কমিশনের তরফে ওই কেন্দ্রের ভোট স্থগিত করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুমোদন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিশনের এই আবেদন গ্রাহ্য করে ভেলোরের নির্বাচনে স্থগিতাদেশ দেন।
তবে ওই লোকসভার অন্তর্গত অম্বুর ও গুডিয়াত্তম বিধানসভার উপ-নির্বাচন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৮ এপ্রিলেই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।