চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২৭শে জুলাই:–ফের লোকসভায় পাশ করানো হোলো বিতর্কিত তিন তালাক বিল।।সন্ত্রাসবাদ ও তিন তালাককে এই ধরনের ফৌজদারী অপরাধের আওতায় নিয়ে এসে প্রায় গায়ের জোরে ফের পাশ করানো হোলো তিন তালাক বিলটি।
ফৌজদারী অপরাধের শাস্তি যেমন জেল,তেমনই তিন তালাক এর শাস্তি হিসাবে ঐ একই শাস্তি বহাল করা হোলো।
লোকসভায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি এই বিলটির পক্ষে সওয়াল করে বলেন যে সন্ত্রাসবাদের মতো তিন তালাক ও একটি ফৌজদারী অপরাধ।বিরোধী পক্ষের সাংসদদের প্রবল বিরোধিতা সত্বেও তিন তালাককে ফৌজদারী অপরাধের আওতায় আনা হোলো।শুধুমাত্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিতর্কিত এই আইন টি পাশ করা হয়।বিরোধী দের যুক্তি ছিল যে বিবাহ বিচ্ছেদের সমস্যা টি একেবারেই দেওয়ানী মামলার বিষয়।একে কোনো মতেই ফৌজদারী অপরাধ হিসেবে গন্য করা যায় না।তাঁরা আরও বলেন যে মহিলা দের অধিকার রক্ষায় সরকার যখন এতোটাই আন্তরিক তখন যে সব হিন্দু মহিলা দের তাঁদের স্বামীরা পরিত্যাগ করেছে,তাদের ও সুরক্ষার ব্যাবস্থা করা হোক।সেই সব স্বামী দের জন্যে এই একই রকম আইন থাকবেনা কেন?
বিরোধী দের বক্তব্য ছিল আইন টি বৈষম্য মূলক,একই অপরাধের জন্যে দুটি সম্প্রদায়ের জন্যে দুরকম সাজা হতে পারে না।এছাড়া সরকার মহিলাদের অধিকার রক্ষায় যদি এতো সচেতন হয় তবে বহু রকম ভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার মহিলারা ন্যায় বিচার পাচ্ছে না কেন?
এতে করে সরকার সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদকেই উস্কে দিচ্ছেন বলে বিরোধীদের মত।