বিজ্ঞান ও প্রযুক্তি

চাঁদের বুকেই খোঁজ মিললো চন্দ্রযান-২ বিক্রমের।


মীরা দাস: চিন্তন নিউজ:-৮ই সেপ্টেম্বর:-চাঁদের বুকেই বিক্রমের খোঁজ মিলল, খোঁজ পাওয়া গেল অরবিটরের দ্বারা।

আজ রবিবার অবশেষে মিলল খোঁজ বিক্রমের । বিক্রমকে খুঁজে পাওয়া গেছে ,এই খবর জানালেন ইসরোর প্রধান ডঃ কে শিবন ।অর্বিটারের পাঠানো থার্মাল ছবি থেকেই মিলল বিক্রমের সন্ধান ।কোন ছবিতে তাপমাত্রাকে বিভিন্ন রঙে চিহ্নিত হয় ” থার্মাল ইমেজিং ” এর মাধ্যমে যার ফলে কোন বস্তুর তাপমাত্রা আলাদা ,তাকে আলাদা করে চিহ্নিত করা যায় ।সেই মত চন্দ্রপৃষ্ঠের থার্মাল ছবি তুলে আলাদা রঙে চিহ্নিত করা গেছে ল্যান্ডার বিক্রমের অবস্হান ,এবং বিক্রম কে পাওয়া গেছে চন্দ্রপৃষ্টে । তবে বিক্রমের সংগে যোগাযোগ স্থাপন করা যায়নি ,তবে চেষ্টা চলছে যোগাযোগের ।যোগাযোগ স্থাপন সম্ভব হলেই তবে জরুরী তথ্য মিলবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ? না কি অক্ষত আছে তা জানা যাবে। বিজ্ঞানীরা মনে করছেন ঠিক কি ঘটেছিল ল্যান্ডিং এর সময়ে জানা যাবে সেই তথ্য বিশ্লেষন করেই । ইসরোর প্রধান ডঃ কে শিবন জানিয়েছেন শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগযোগ করা যাবে বলে মনে করা হচ্ছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।