নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৮ই সেপ্টেম্বর:-জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী বাম ছাত্রসংগঠন(এস এফ আই, ডি এস এফ, এ আই এস এফ, এবং এ আই এস এ ,).
ছাত্রসংসদ প্রেসিডেন্ট পদে প্রার্থী ঐশী ঘোষ,প্রাপ্ত ভোট- ২৩১৩টি, নিকতম প্রতিদ্বন্দ্বী এবিভিপির মনীশ জাংগীদকে ১১৮৫ ভোটে পরাজিত করে।
ভাইস প্রেসিডেন্ট পদে বামপ্রার্থী সকেট মুন:-প্রাপ্ত ভোট-৩৩৬৫,নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপির শ্রুতি অগ্নিহোত্রীর থেকে ২০৩০ ভোটে জয়ী হয়।
ছাত্রসংসদ সাধারণ সম্পাদক পদে বামপ্রার্থী সতীশ যাদব:-প্রাপ্ত ভোট-২৫১৮টি ।নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপির সবরেশ পা’কে ১১৬৩ ভোটে পরাজিত করে।
যুগ্ম সম্পাদক পদে বামপ্রার্থী মহম্মদ দানিশ,প্রাপ্ত ভোট-৩২৯৫ টি ।নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপির সুমন্ত সাহুকে ১৭৮৭ ভোটে পরাজিত করে।
সামগ্রিক ফলাফলে সবক’টি আসনে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র ইউনিয়ন বিপুল ভোটে জয়ী। কিন্তু এই ফলাফল অফিসিয়ালি ঘোষণা করা হয় নি।
সূত্রের খবর এবিভিপি শোচনীয় হার মানতে না পেরে কোর্টের দ্বারস্থ হয়।।কোর্ট ফলাফল ঘোষণায় স্টটে অর্ডার দিয়েছেন।